Ajker Patrika

সেই জাপানি নারীর দুই শিশু কন্যাকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ আগস্ট ২০২১, ০১: ৩৫
সেই জাপানি নারীর দুই শিশু কন্যাকে উদ্ধার

জাপানি নাগরিক নাকানো এরিকোর দুই শিশু কন্যাকে উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই দুই শিশুকে ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট আবেদন করেছিলেন। গত বৃহস্পতিবার আইনজীবীর মাধ্যমে আদালতের সংশ্লিষ্ট শাখায় তিনি আবেদনটি জমা দেন। এতে তিনি বাংলাদেশি-আমেরিকান স্বামীর কাছ থেকে সন্তানদের নিজের জিম্মায় পাওয়ার নির্দেশনা চেয়েছেন। 

সিআইডির অতিরিক্ত একজন পুলিশ সুপার আজকের পত্রিকাকে বলেন, আজ রোববার বিকালে ওই জাপানি নারীর দুই কন্যা সন্তানকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে পরে আনুষ্ঠানিক ভাবে জানানো হবে। 

জানা গেছে, নাকানো এরিকো (৪৬) পেশায় চিকিৎসক। তাঁর সঙ্গে ২০০৮ সালে বাংলাদেশি-আমেরিকান নাগরিক শরীফ ইমরানের (৫৮) বিয়ে হয়। জাপানের আইন অনুযায়ী বিয়ের পর তাঁরা টোকিওতে বাসবাস শুরু করেন। তাঁদের তিনটি সন্তান-জেসমিন মালিকা (১১), মাকানো লাইলা লিনা (৯) ও সানিয়া হেনা (৬)। তারা তিনজনই টোকিওর চফো সিটিতে অবস্থিত আমেরিকান স্কুল ইন জাপানের শিক্ষার্থী ছিল। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি শরীফ ইমরান কৌশলে দুই কন্যা জেসমিন মালিকা ও মাকানো লাইলা লিনাকে নিয়ে বাংলাদেশে আসেন। চলতি বছরের ১৮ জুলাই নাকানো এরিকো সন্তানদের ফিরে পেতে বাংলাদেশে আসেন। 

আদালতে দেওয়া নাকানো এরিকোর আবেদনে উল্লেখ করা হয়েছে, শরীফ ইমরান বর্তমানে ঢাকার আদাবরের মোহাম্মদীয়া হাউসিং সোসাইটিতে বসবাস করছেন। তিনি নাবালিকা দুই কন্যাকে নিয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। জাপানের আদালতে চলতি বছরের ১৮ জানুয়ারি ডিভোর্সের আবেদন করেন। কিন্তু নির্ধারিত শুনানির তারিখে শরীফ ইমরান আদালতে হাজির হননি। এরিকো তাঁর দুই সন্তানকে আদালতে হাজির করার আবেদন করেন। 

আবেদনে তিনি আরও উল্লেখ করেন, শরীফ ইমরান তাঁর কন্যাদের নিয়ে এসে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কোমরপানি

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক কেন খুন হলেন, কী ঘটেছিল, কে ছিলেন তিনি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত