নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইনজীবী ইউসুফ আলীর বিতর্কিত ফি এবং ড. ইউনুস সম্পর্কে বাজে মন্তব্য করার বিষয়ে কেন তদন্ত করতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জাকির হোসেনের বেঞ্চ এই রুল জারি করেন। বাংলাদেশ বার কাউন্সিলকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রুলের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী আশরাফুল ইসলাম। এর আগে ১২ কোটি টাকা ফিস নেওয়ার অভিযোগ তদন্ত করতে বুধবার রিট করেন তিনি। ব্যারিস্টার আশরাফুল বলেন, এই ইউসুফ আলী গ্রামীণ টেলিকমেরই আইনজীবী। তিনিই আবার গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে মামলা করেছেন। যা বার কাউন্সিল আদেশ অনুযায়ী পেশাগত অসদাচরণ।
গ্রামীণ টেলিকমের চাকরিচ্যুত শ্রমিকদের আইনজীবী ইউসুফ আলীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে বলে রোববার তিনি নিজেই সাংবাদিকদের জানান। ওই সময় তিনি বলেন, তথাকথিত সামাজিক ব্যবসার ধ্বজাধারী সুদখোর ইউনূসকে চুবানি দিয়েই সুদে-আসলে গ্রামীণ টেলিকমের শ্রমিক বন্ধুদের ন্যায্য পাওনা আদায় করে দিয়েছি। ১২ কোটি টাকা নিয়ে মামলায় সমঝোতার যে গল্প বানানো হয়েছে, তা সম্পূর্ণ কাল্পনিক ছাড়া আর কিছু না।
সে সময় ইউসুফ আলী আরও বলেন, লিখিত চুক্তির শর্ত মোতাবেক গ্রামীণ টেলিকম সেটেলমেন্ট অ্যাকাউন্টে ৪৩৭ কোটি টাকা প্রদান করার পর শ্রমিক-কর্মচারীরা তাদের স্ব স্ব মামলা প্রত্যাহার করে নেন। ফি’র বিষয়ে তিনি বলেন, ক্লায়েন্টদের মধ্যে যারা তিন কোটি বা তাঁর উপরে পেয়েছে তারা নিজেরা ঠিক করেছিল আমাকে ১৫ / ২০ লাখ টাকা করে দেবে। আমার ১০০ জন ক্লায়েন্ট তিন কোটি টাকার উপরে পেয়েছে।
এর আগে গত ৩০ জুন শুনানির সময় ১২ কোটি টাকায় সমঝোতার খবরে বিস্ময় প্রকাশ করেন হাইকোর্ট। ওই সময় আদালত বলেন, আমরা শুনেছি শ্রমিকদের আইনজীবীকে অর্থের বিনিময়ে হাত করে তাদের মামলায় আপস করতে বাধ্য করা হয়েছে। কোর্টকে ব্যবহার করে অনিয়ম যেন না হয়। যদি সবকিছু আইন অনুযায়ী না হয়, তবে বিষয়টি সিরিয়াসলি দেখা হবে। আমরা চাই না কোর্ট এবং আইনজীবীর সততা নিয়ে কোনো প্রশ্ন উঠুক।
আইনজীবী ইউসুফ আলীর বিতর্কিত ফি এবং ড. ইউনুস সম্পর্কে বাজে মন্তব্য করার বিষয়ে কেন তদন্ত করতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জাকির হোসেনের বেঞ্চ এই রুল জারি করেন। বাংলাদেশ বার কাউন্সিলকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রুলের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী আশরাফুল ইসলাম। এর আগে ১২ কোটি টাকা ফিস নেওয়ার অভিযোগ তদন্ত করতে বুধবার রিট করেন তিনি। ব্যারিস্টার আশরাফুল বলেন, এই ইউসুফ আলী গ্রামীণ টেলিকমেরই আইনজীবী। তিনিই আবার গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে মামলা করেছেন। যা বার কাউন্সিল আদেশ অনুযায়ী পেশাগত অসদাচরণ।
গ্রামীণ টেলিকমের চাকরিচ্যুত শ্রমিকদের আইনজীবী ইউসুফ আলীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে বলে রোববার তিনি নিজেই সাংবাদিকদের জানান। ওই সময় তিনি বলেন, তথাকথিত সামাজিক ব্যবসার ধ্বজাধারী সুদখোর ইউনূসকে চুবানি দিয়েই সুদে-আসলে গ্রামীণ টেলিকমের শ্রমিক বন্ধুদের ন্যায্য পাওনা আদায় করে দিয়েছি। ১২ কোটি টাকা নিয়ে মামলায় সমঝোতার যে গল্প বানানো হয়েছে, তা সম্পূর্ণ কাল্পনিক ছাড়া আর কিছু না।
সে সময় ইউসুফ আলী আরও বলেন, লিখিত চুক্তির শর্ত মোতাবেক গ্রামীণ টেলিকম সেটেলমেন্ট অ্যাকাউন্টে ৪৩৭ কোটি টাকা প্রদান করার পর শ্রমিক-কর্মচারীরা তাদের স্ব স্ব মামলা প্রত্যাহার করে নেন। ফি’র বিষয়ে তিনি বলেন, ক্লায়েন্টদের মধ্যে যারা তিন কোটি বা তাঁর উপরে পেয়েছে তারা নিজেরা ঠিক করেছিল আমাকে ১৫ / ২০ লাখ টাকা করে দেবে। আমার ১০০ জন ক্লায়েন্ট তিন কোটি টাকার উপরে পেয়েছে।
এর আগে গত ৩০ জুন শুনানির সময় ১২ কোটি টাকায় সমঝোতার খবরে বিস্ময় প্রকাশ করেন হাইকোর্ট। ওই সময় আদালত বলেন, আমরা শুনেছি শ্রমিকদের আইনজীবীকে অর্থের বিনিময়ে হাত করে তাদের মামলায় আপস করতে বাধ্য করা হয়েছে। কোর্টকে ব্যবহার করে অনিয়ম যেন না হয়। যদি সবকিছু আইন অনুযায়ী না হয়, তবে বিষয়টি সিরিয়াসলি দেখা হবে। আমরা চাই না কোর্ট এবং আইনজীবীর সততা নিয়ে কোনো প্রশ্ন উঠুক।
সিলেটের জকিগঞ্জে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় শাকের আহমদ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ।
১২ মিনিট আগেযশোরের ঝিকরগাছা থানার দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। দোকান থেকে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দের পর অভিযুক্ত ব্যক্তিকে আর্থিক সুবিধা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন ঝিকরগাছা থানার উপপরিদর্শক
২১ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে শ্বশুর-জামাই হত্যাকাণ্ডের এজাহার ঘিরে নতুন প্রশ্ন উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও মামলার কাগজে তার প্রতিফলন নেই। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, ‘পুলিশ ইচ্ছে করেই মনগড়া তথ্য যুক্ত করে মামলা সাজিয়েছে, যাতে প্রকৃত দায়ীদের আড়াল করা যায়।’
৩৯ মিনিট আগেসিলেট মহানগর আমির আরও বলেন, দুদকের বরাতে প্রকাশিত একটি দৈনিকের সংবাদে দুই জামায়াত নেতাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। দুদকের রিপোর্টে জামায়াত নেতাদের নাম আছে—এর কোনো সত্যতা কোনো গণমাধ্যম পায়নি, কেবল ওই পত্রিকাই পেয়েছে।
৪১ মিনিট আগে