Ajker Patrika

বিমস গোল্ড মেডেল পেলেন দুই বিচারপতি ও সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ০৯: ৪৭
বিমস গোল্ড মেডেল পেলেন দুই বিচারপতি ও সাংবাদিক

মেডিয়েশনের মাধ্যমে বিচার অঙ্গন, রাষ্ট্রীয় ও সমাজজীবনে শান্তি স্থাপন ও প্রচার-প্রচারে ভূমিকা রাখায় দুই বিচারপতি ও একজন সাংবাদিক বিমস গোল্ড মেডেল অ্যাওয়ার্ড-২০২১ পেয়েছেন। বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) তাঁদের এই সম্মাননা প্রদান করে।

অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন বিচারপতি মো. আশরাফুল কামাল, বিচারপতি আহমেদ সোহেল ও অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেদী হাসান ডালিম।

আজ শনিবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে নেদারল্যান্ডসের আরবিট্রেশন কমিটির স্থায়ী সদস্য ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রশিদ তাঁদের হাতে পুরস্কার তুলে দেন। সম্মাননা হিসেবে এক ভরি ওজনের স্বর্ণপদক, পিতলের ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।

অনুষ্ঠানে বিমসের চেয়ারম্যান অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির, সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল, ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার, বিমসের রিজওনাল ডিরেক্টর ড. নর্মতা পান্ডে, কমিউনিটি মেডিয়েশন সেন্টারের চেয়ারম্যান সেলিমা সোবহান খসরু প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ‘বিচারক ও আইনজীবীদের মর্যাদা ও গৌরব’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন আইনজীবী আজিজুর রহমান দুলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও অ্যাক্রেডিটেশন মেডিয়েটর পঙ্কজ কুমার কুন্ডু।

অনুষ্ঠানে বিভিন্ন আন্তর্জাতিক মেডিয়েশন বিশেষজ্ঞদের পাঠানো বার্তা পড়ে শোনান বিমসের রিজওনাল ডিরেক্টর ড. নর্মতা পান্ডে। ২০২১ সালে মেডিয়েশনের মাধ্যমে বিচার অঙ্গন, রাষ্ট্রীয় ও সমাজজীবনে শান্তি স্থাপনে ভূমিকা রাখায় আন্তর্জাতিক মেডিয়েশন স্বর্ণপদকের জন্য বাংলাদেশ, ভারত ও কেনিয়ার পাঁচ বিচারপতি এবং ঢাকা পোস্টের সুপ্রিম কোর্ট প্রতিবেদকের নাম ঘোষণা করা হয়। বিমসের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এন গোস্বামী এ ঘোষণা দেন।

বাংলাদেশের তিনজন ছাড়া বাকিরা হলেন জাতিসংঘের অম্বুশম্যান ড. কেভিন বেরি ব্রাউন, ভারতের জম্মু-কাশ্মীরের সাবেক প্রধান বিচারপতি গীতা মিতাল, ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কুরিয়ান জোসেফ, কেনিয়ার নারী বিচারপতি জয়েসি অ্যালুস। তবে আজকে বাংলাদেশের তিনজনকে এই স্বর্ণপদক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে। মেডিয়েশন স্বর্ণপদকের জন্য মনোনীত অপর চারজনকে শিগগির নেপালে অনুষ্ঠানের মাধ্যমে এই পদক তুলে দেওয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত