Ajker Patrika

আবুল খায়ের লিটুর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন, স্ত্রীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৯: ৪০
আবুল খায়ের লিটুর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন, স্ত্রীর বিরুদ্ধে মামলা

অবৈধভাবে প্রায় ৯০ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে বেঙ্গল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান আবুল খায়ের লিটুর বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদিকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাঁর স্ত্রী মহুয়া খায়েরের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

আবুল খায়ের লিটুর বিরুদ্ধে অভিযোগপত্র গতকাল বৃহস্পতিবার অনুমোদন দেওয়া হয়। এই মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. কামরুজ্জামান। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আক্তারুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, অভিযোগপত্রে বলা হয়েছে, দুদকের অনুসন্ধানে আবুল খায়ের লিটুর ৯০ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। তিনি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১২ লাখ ৪১ হাজার ৮৩৭ টাকার তথ্য গোপন করেন। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে ২০১৭ সালের ২৩ এপ্রিল দুদকের উপপরিচালক মোনায়েম হোসেন মামলা করেছিলেন। কমিশনের সভায় লিটুর বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় আদালতে অভিযোগপত্র দাখিলের সুপারিশ করে সাক্ষ্য-স্মারক দাখিল করা হলে তা অনুমোদন হয়।

এদিকে জ্ঞাত আয়বহির্ভূত আড়াই কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে আবুল খায়ের লিটুর স্ত্রী মহুয়া খায়েরের বিরুদ্ধে ৯ জুলাই মামলা করে দুদক। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপপরিচালক মোনায়েম হোসেন মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মহুয়া খায়ের তাঁর সম্পদ বিবরণীতে ৬ কোটি ৬৬ লাখ ২৫ হাজার ৭৪৮ টাকার সম্পদের ঘোষণা দিয়েছেন। যাচাইকালে তাঁর নামে ৬ কোটি ৬৭ লাখ ২২ হাজার ৮৩৫ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এ ক্ষেত্রে তিনি সম্পদ বিবরণীতে ৯৭ হাজার ৮৭ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। এ ছাড়া পারিবারিক ব্যয়সহ অন্যান্য খরচ বাদ দিয়ে তাঁর ২ কোটি ৫২ লাখ ৬৭ হাজার ৮৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত