Ajker Patrika

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ 

ঢামেক প্রতিবেদক
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ 

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম (৫০) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালক মারা গেছেন। মৃত শহিদুলের বাড়ি যশোর সদর উপজেলার নুরপুর গ্রামে। মৃতদহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বাহনটিতে থাকা যাত্রী মালতি রানী (৪৫) ও ছেলে বিশ্বজিৎ (৩০) আহত হয়েছে। আহতেরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে বনানী আর্মি স্টেডিয়ামসংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। দুই যাত্রীসহ চালক আহত হন। এর মধ্যে চালক গুরুতর আহত হন। পরে তিনজনকে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টার দিকে চালক শহিদুলকে মৃত ঘোষণা করেন। 

বনানী থানার উপপরিদর্শক (এসআই) জুবায়দুল ইসলাম বলেন, বনানী আর্মি স্টেডিয়ামের সামনে ফুটপাতের পাশে পড়ে ছিল অটোরিকশাটি। ভেতরে চালক ও দুই যাত্রী আহত অবস্থায় পড়ে ছিলেন। পরে তাঁদের হাসপাতালে নিলে চালককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

আহত যাত্রীর বরাত দিয়ে এসআই জুবায়দুল জানান, তাঁরা বিমানবন্দর থেকে ফার্মগেট যাচ্ছিলেন। দ্রুতগতিতে চলছিল অটোরিকশাটি। আর্মি স্টেডিয়ামের সামনে এলে পেছন থেকে কিছু একটা ধাক্কা দেয়। পরে ফুটপাতের সঙ্গে ধাক্কা লাগে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত