Ajker Patrika

খুন করে পালানোর সময় কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক

প্রতিনিধি
খুন করে পালানোর সময় কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক

কেরানীগঞ্জ (ঢাকা): পূর্বশত্রুতার জেরে ইয়াসিন আরাফাত সায়েম (১৮) নামে এক কিশোরকে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। কেরানীগঞ্জের বাসিন্দা সায়েমকে হত্যা করা হয় ঢাকার কদমতলী থানার শনির আখড়া এলাকায় বর্ণমালা স্কুলের গলিতে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলো—তানজিল শেখ, মো. শাহরিয়ার ইসলাম শুভ, মো. শাহরিয়ার নাফিজ জয়, মো. হাবিবুর রহমান, মো. বাবুল হোসেন টুটুল ও মো. মাহমুদ। তাদের আজ শুক্রবার সকালে থানায় হস্তান্তর করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই স্বপন কুমার দাস বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে কেন্দ্রীয় কারাগারের সামনে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এ সময় কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে পোশাকে রক্তমাখা অবস্থায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়—ইয়াসিন আরাফাত সায়েম নামে এক কিশোরের সঙ্গে তাদের মারামারি হয়। পরে সায়েম মারা গেছেন শুনে পালানোর জন্য তারা মাওয়া হয়ে শরিয়তপুরের দিকে যাচ্ছিল।

নিহত ইয়াসিন আরাফাত সায়েম কদমতলী থানার আল ইসলামিয়া মসজিদের পাশের একটি বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থাকেন। ইয়াসিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ১২ নম্বর কুতুবপুর গ্রামের আব্দুল আলীর ছেলে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, কদমতলী থানা এলাকায় ইয়াসিন আরাফাত সায়েম নামে এক কিশোরকে হত্যার সঙ্গে জড়িত কিশোর গ্যাংয়ে ছয় সদস্যকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত