বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘আজকের সমাবেশে আইভীর (নৌকার প্রার্থী) উপস্থিতি প্রমাণ করে ইসি নখদন্তহীন। ইসি শুধু সরকার দলের বাইরের প্রার্থীদের ওপর ক্ষমতা দেখাতে পারে। আমরা বারবার বলেছি, ফোনেও জানিয়েছি বিষয়টি। লিখিতভাবে অভিযোগ জানানো হচ্ছে। দেখা যাক ইসি কি পদক্ষেপ নেয়।’
আজ শুক্রবার শহরের নিতাইগঞ্জ এলাকায় নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তৈমুর বলেন, ‘আমি ইসির কথা মেনে চলেছি। আচরণবিধির কারণে নারায়ণগঞ্জের ইতিহাসে বৃহৎ বিজয় র্যালিতে অংশ নেয়নি। অথচ সরকারি দলের প্রার্থী আজ বিজয় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন। সেখানে সংসদ সদস্যসহ নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারার মত একাধিক নেতা এসেছেন। আজই প্রমাণ হয়ে যাবে ইসি নির্বাচনকে কোনদিকে নিতে চাচ্ছেন।’
তৈমুর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জনগণকে রাস্তায় নামতে বাধ্য করবেন না। আমি একা নামিনি, নারায়ণগঞ্জবাসী আমার সঙ্গে আছে। এবার গণপ্রতিরোধ গড়ে তুলবে জনগণ। সাবধান হয়ে যান, নির্বাচনের দায়িত্ব কিন্তু ঈমানী দায়িত্ব। যদি এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারেন, তাহলে ইহকাল পরকাল দুই জায়গায় হিসাব দিতে হবে।’
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, যুগ্ম সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম টিটু, মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক সৌরভ প্রমুখ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘আজকের সমাবেশে আইভীর (নৌকার প্রার্থী) উপস্থিতি প্রমাণ করে ইসি নখদন্তহীন। ইসি শুধু সরকার দলের বাইরের প্রার্থীদের ওপর ক্ষমতা দেখাতে পারে। আমরা বারবার বলেছি, ফোনেও জানিয়েছি বিষয়টি। লিখিতভাবে অভিযোগ জানানো হচ্ছে। দেখা যাক ইসি কি পদক্ষেপ নেয়।’
আজ শুক্রবার শহরের নিতাইগঞ্জ এলাকায় নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তৈমুর বলেন, ‘আমি ইসির কথা মেনে চলেছি। আচরণবিধির কারণে নারায়ণগঞ্জের ইতিহাসে বৃহৎ বিজয় র্যালিতে অংশ নেয়নি। অথচ সরকারি দলের প্রার্থী আজ বিজয় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন। সেখানে সংসদ সদস্যসহ নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারার মত একাধিক নেতা এসেছেন। আজই প্রমাণ হয়ে যাবে ইসি নির্বাচনকে কোনদিকে নিতে চাচ্ছেন।’
তৈমুর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জনগণকে রাস্তায় নামতে বাধ্য করবেন না। আমি একা নামিনি, নারায়ণগঞ্জবাসী আমার সঙ্গে আছে। এবার গণপ্রতিরোধ গড়ে তুলবে জনগণ। সাবধান হয়ে যান, নির্বাচনের দায়িত্ব কিন্তু ঈমানী দায়িত্ব। যদি এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারেন, তাহলে ইহকাল পরকাল দুই জায়গায় হিসাব দিতে হবে।’
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, যুগ্ম সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম টিটু, মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক সৌরভ প্রমুখ।
মৌলভীবাজারের সৌন্দর্য বাড়িয়েছে নদী আর ছড়া। এ জেলায় রয়েছে কয়েক শ ছড়া। কিন্তু সিলিকা বালু লুটের কারণে এসব ছড়া শ্রীহীন হয়ে পড়ছে। বিপন্ন হচ্ছে পরিবেশ। এখানকার অর্ধশতাধিক ছড়া থেকে রাতের আঁধারে একটি মহল বালু উত্তোলন করে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে; কিন্তু তা ঠেকানোর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। প্রশাস
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মির্জাপুরে বছরে জমির নামজারি বা খারিজ হয় ৭ হাজারের অধিক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড কার্যালয়ের এলআর (লোকাল রিলেশনস) ফান্ডের নামে নেওয়া হয় ২ হাজার টাকা। সেই সঙ্গে পৌর ও ইউনিয়ন ভূমি অফিসগুলোর কন্টিনজেন্সি বিলের (খাতা, কলমসহ আনুষঙ্গিক খরচ) জন্য বরাদ্দ আসে বছরে সাড়ে ৩ থেকে ৫
২ ঘণ্টা আগেকৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
৩ ঘণ্টা আগে