নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সেনাবাহিনী-পুলিশের চেকপোস্ট দেখে পালানোর সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সুমন মোল্লা মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার মোসলেম মোল্লার ছেলে। তিনি নবাবগঞ্জের একটি বাজারে আসবাবের ব্যবসা করতেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, রাতে ওই এলাকায় সড়কে সেনাবাহিনী ও পুলিশের চেকপোস্ট চলাকালে সুমন মোটরসাইকেল চালিয়ে সড়ক দিয়ে যাচ্ছিলেন। চেকপোস্ট দেখে তিনি মোটরসাইকেল নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খান। তিনি গুরুতর আহত হন ও তাঁর মোটরসাইকেলটি সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
পরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ওই ব্যক্তিকে ধাওয়া দেওয়া হয়েছিল কি না জানতে চাইলে ওসি বলেন, ‘তাঁকে কেন ধাওয়া দেওয়া হবে বলেন তো। সেখানে তো সেনাবাহিনী ও পুলিশের চেকপোস্ট বসানো হয়েছিল। তিনি চেকপোস্ট দেখে দ্রুত পালানোর সময় দুর্ঘটনার কবলে পড়েছেন। তাঁকে ধাওয়া দেওয়া হয়নি।’
ওসি আরও জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে লাশ আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সেনাবাহিনী-পুলিশের চেকপোস্ট দেখে পালানোর সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সুমন মোল্লা মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার মোসলেম মোল্লার ছেলে। তিনি নবাবগঞ্জের একটি বাজারে আসবাবের ব্যবসা করতেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, রাতে ওই এলাকায় সড়কে সেনাবাহিনী ও পুলিশের চেকপোস্ট চলাকালে সুমন মোটরসাইকেল চালিয়ে সড়ক দিয়ে যাচ্ছিলেন। চেকপোস্ট দেখে তিনি মোটরসাইকেল নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খান। তিনি গুরুতর আহত হন ও তাঁর মোটরসাইকেলটি সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
পরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ওই ব্যক্তিকে ধাওয়া দেওয়া হয়েছিল কি না জানতে চাইলে ওসি বলেন, ‘তাঁকে কেন ধাওয়া দেওয়া হবে বলেন তো। সেখানে তো সেনাবাহিনী ও পুলিশের চেকপোস্ট বসানো হয়েছিল। তিনি চেকপোস্ট দেখে দ্রুত পালানোর সময় দুর্ঘটনার কবলে পড়েছেন। তাঁকে ধাওয়া দেওয়া হয়নি।’
ওসি আরও জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে লাশ আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আচরণবিধি মেনে ২০ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
৩ মিনিট আগে
খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার কাস্টম গলির একটি পরিত্যক্ত বাড়ির পাশের গাছ থেকে মরিয়ম (৪০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে।
৫ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুসলিমবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
১৪ মিনিট আগে
হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে কোস্ট গার্ড সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার উপজেলা সদরে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
১৬ মিনিট আগে