Ajker Patrika

সাংবাদিকের ওপর হামলাকারীর ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

নারায়ণগঞ্জ সংবাদদাতা
সাংবাদিকের ওপর হামলাকারীর ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল যমুনা টেলিভিশনের প্রতিবেদক আল আমিন হক অহনের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আগামীকাল এই আবেদনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। রোববার দুপুরে গ্রেপ্তারকৃত কালাম বাবুকে আদালতে হাজির করা হয়। 

এর আগে, শনিবার বিকেলে বাণিজ্য মেলা থেকে খবর সংগ্রহ করে ফেরার পথে কাঞ্চন ব্রিজের নিচে হামলার শিকার হন দুই সাংবাদিক। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে রাতেই আসামি বাবুকে গ্রেপ্তার করা হয়।

রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আজ কোন শুনানি হয়নি। আগামীকাল এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’ 

হামলার শিকার আল আমিন হক অহন বলেন, ‘রূপগঞ্জ ব্রিজের নিচে তীব্র যানজটের মধ্যে যমুনা টেলিভিশনের গাড়িতে হামলা করে ওই সন্ত্রাসী। প্রতিবাদ করলে আরও কয়েকজন সহযোগীকে ডেকে আনে মূল হামলাকারী। এ সময় ছবি ধারণ করার চেষ্টা করলে যমুনা টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট ও ক্যামেরার ওপর হামলা করে তাঁরা।’ 

হামলায় সাংবাদিক আল আমিন হক অহন আহত হন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরাও যমুনা টেলিভিশনের সংবাদকর্মীদের ওপর কয়েক দফা হামলার কথা জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত