Ajker Patrika

মা-বাবা ও বোনের পর চলে গেল মিথিলাও

ঢামেক প্রতিবেদক
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে আগুনে এক পরিবারের পাঁচজন দগ্ধের ঘটনায় মিথিলা আক্তার (৭) নামের আরেক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মিথিলা। এর আগে এ ঘটনায় আহত মিথিলার বাবা তোফাজ্জল হোসেন, মা মানসুরা আক্তার ও তার ৪ বছর বয়সী বোন তানজিলা আক্তারের মৃত্যু হয়।

মিথিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি জানান, শিশুটির শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালিও পুড়ে গিয়েছিল। হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল তাকে।

আবাসিক সার্জন জানান, মিথিলার আরেক বোন তানিশা ৩০ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।

১৬ মে মধ্যরাতের দিকে আফতাবনগরের দক্ষিণ আনন্দনগর এলাকায় একটি তিনতলা বাসার নিচতলায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন মানসুরা, তাঁর স্বামী তোফাজ্জল এবং তিন মেয়ে তানিশা (১১), মিথিলা (৮) ও তানজিলা (৪)।

মিথিলার বড় বোনের স্বামী মো. রিপন জানিয়েছিলেন, ওই বাসাটির পাশে একটি ভবন নির্মাণকাজ চলছে। সেখানে খোঁড়াখুঁড়ির সময় লাইনে লিকেজ হয়ে গ্যাস বের হতে থাকে। বিষয়টি বাড়িওয়ালাকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। পরে সেদিন রাতেই মিথিলাদের বাসায় মশার কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন, পরিস্থিতি নিয়ে যা বলছে রাজনৈতিক দল ও উপদেষ্টারা

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ লেখা পোস্টটি সরিয়ে ফেললেন ফয়েজ তৈয়্যব

দেশে ফিরলেন আওয়ামী লীগ নেতা, বিমানবন্দরে গ্রেপ্তার

পার্লামেন্টে জুতায় বিয়ার ঢেলে পান করে রাজনীতিকে বিদায় জানালেন এমপি

চিকিৎসকের ছুরিকাঘাতে আহত তরুণ মারা গেছেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত