নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংবাদপত্রের নবম ওয়েজবোর্ডের গ্র্যাচুইটি ও আয়কর সংক্রান্ত মন্ত্রিসভার সুপারিশ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত দুটি সুপারিশের বৈধতা নিয়ে জারি করা রুল নিষ্পত্তি করে আজ রোববার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি সোহরাওয়ারদীর বেঞ্চ এই রায় দেন।
এর ফলে সাংবাদিক ও কর্মচারীদের আয়কর আগের মতোই মালিকপক্ষকে পরিশোধ করতে হবে। এছাড়া বছরে মূল বেতনের সমান দুটি আনুতোষিক (গ্র্যাচুইটি) পাবেন সংবাদকর্মীরা।
২০১৯ সালে নবম ওয়েজবোর্ড ঘোষণা করে সরকার। সে প্রজ্ঞাপনের দ্বাদশ অধ্যায়ের ৪ নম্বর শর্তে মন্ত্রিসভা কমিটির সুপারিশ তুলে ধরে বলা হয়। যাতে বলা হয়, সাংবাদিক, কর্মচারীরা নিজেদের আয় থেকে আয়কর পরিশোধ করবেন এবং বছরে মূল বেতনের সমান একটি গ্র্যাচুইটি পাবেন। পরে মন্ত্রিসভা কমিটির ওই সুপারিশ চ্যালেঞ্জ করে ২০২০ সালে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুবুজ্জামান।
রিটের পরিপ্রেক্ষিতে ওই বছরই রুল জারি করেন হাইকোর্ট। রুলে আয়কর ও গ্র্যাচুইটি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়। শুনানি শেষে ওই রুল যথাযথ ঘোষণা করে রোববার রায় দেওয়া হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কাজী আকতার হামিদ। সঙ্গে ছিলেন দিদারুল আলম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।
সংবাদপত্রের নবম ওয়েজবোর্ডের গ্র্যাচুইটি ও আয়কর সংক্রান্ত মন্ত্রিসভার সুপারিশ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত দুটি সুপারিশের বৈধতা নিয়ে জারি করা রুল নিষ্পত্তি করে আজ রোববার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি সোহরাওয়ারদীর বেঞ্চ এই রায় দেন।
এর ফলে সাংবাদিক ও কর্মচারীদের আয়কর আগের মতোই মালিকপক্ষকে পরিশোধ করতে হবে। এছাড়া বছরে মূল বেতনের সমান দুটি আনুতোষিক (গ্র্যাচুইটি) পাবেন সংবাদকর্মীরা।
২০১৯ সালে নবম ওয়েজবোর্ড ঘোষণা করে সরকার। সে প্রজ্ঞাপনের দ্বাদশ অধ্যায়ের ৪ নম্বর শর্তে মন্ত্রিসভা কমিটির সুপারিশ তুলে ধরে বলা হয়। যাতে বলা হয়, সাংবাদিক, কর্মচারীরা নিজেদের আয় থেকে আয়কর পরিশোধ করবেন এবং বছরে মূল বেতনের সমান একটি গ্র্যাচুইটি পাবেন। পরে মন্ত্রিসভা কমিটির ওই সুপারিশ চ্যালেঞ্জ করে ২০২০ সালে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুবুজ্জামান।
রিটের পরিপ্রেক্ষিতে ওই বছরই রুল জারি করেন হাইকোর্ট। রুলে আয়কর ও গ্র্যাচুইটি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়। শুনানি শেষে ওই রুল যথাযথ ঘোষণা করে রোববার রায় দেওয়া হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কাজী আকতার হামিদ। সঙ্গে ছিলেন দিদারুল আলম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের সময় তৃতীয়বারের মতো বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। রাকসুর ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
৩১ মিনিট আগে৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। দীর্ঘ বিরতির পর এ নির্বাচন ঘিরে সরগরম পুরো ক্যাম্পাস। কোথাও পোস্টার টানানো, কোথাও মিছিল, আবার কোথাও প্রার্থীদের সঙ্গে আলাপ—সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
৩৪ মিনিট আগেরাজধানীর আদাবর এলাকায় পুলিশের ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে একটি কিশোর গ্যাং গ্রুপ। এ ঘটনায় আল-আমিন নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেডাকসু নির্বাচনে এক নারী নারী প্রার্থীকে ফেসবুকে গণধর্ষণের হুমকিদাতা আলী হোসেনকে 'শিবির নেতা' বলে আখ্যা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় শিবির।
১ ঘণ্টা আগে