Ajker Patrika

শিক্ষা জাতীয়করণসহ ১২ দফা দাবি শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ মে ২০২৩, ১৩: ১১
শিক্ষা জাতীয়করণসহ ১২ দফা দাবি শিক্ষকদের

শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ সরকারের কাছে ১২ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ কলেজশিক্ষক সমিতির আহ্বায়ক ও সমন্বয়কারী আসাদুল হক ১২ দফা দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে, সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো বেসরকারি শিক্ষক-কর্মচারীদেরও উৎসব ভাতা, বাড়ি ভাড়াসহ অন্যান্য সুবিধা দেওয়া, শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ ও বাজেটের ২০ শতাংশ বরাদ্দ রাখা, অনুপাত প্রথা বিলুপ্ত করে ৩ ক্যাটাগরিতে অধ্যাপক পদে শিক্ষকদের পদোন্নতি দেওয়া, এমপিও শর্ত পূরণকারী শিক্ষকদের এমপিওভুক্ত করা, অভিজ্ঞতার আলোকে প্রতিষ্ঠানপ্রধানদের দুটি উচ্চতর স্কেল দেওয়া, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন স্কেল সমান করা, এমপিও জনবল কাঠামো-২০২১-এর ১১ এর ১৩ ধারা বাতিল করা, শিক্ষাপ্রতিষ্ঠানের চাকরি বিধিমালা-২০১২ দ্রুত বাস্তবায়ন করা, শিক্ষাসংশ্লিষ্ট দপ্তরে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের আনুপাতিক হারে প্রেষণে নিয়োগ দেওয়া, কারিগরি ও ভকেশনাল বিশ্ববিদ্যালয় স্থাপন করা, জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়ন করা ও শিক্ষা আইন প্রণয়ন করা। 

এসব দাবি বাস্তবায়নে শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান সংগঠনের নেতারা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নুর মোহাম্মদ তালুকদারসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত