Ajker Patrika

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় বাসচালক ও সহকারীর ২ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৮: ৫৯
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় বাসচালক ও সহকারীর ২ দিনের রিমান্ড

যমুনা ফিউচার পার্ক এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় বাসচালক ও তাঁর সহকারীকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুর তাঁদের রিমান্ড মঞ্জুর করেছেন। বিকেলে তাঁদের আদালতে হাজির করেছে পুলিশ। 

ম্যাজিস্ট্রেট বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক পরিবহন আইনে ভাটারা থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। পরে প্রত্যেকের দুই দিন করে রিমান্ডের আবেদন মঞ্জুর করেন আদালত। 

জানা গেছে, গতকাল রোববার ওই শিক্ষার্থী নাদিয়া ও মেহেদী নামে তাঁর এক বন্ধু মোটরসাইকেলে করে উত্তরা থেকে যমুনা ফিউচার পার্কে আসেন। পরে ফিউচার পার্ক থেকে বের হয়ে যাওয়ার সময় পেছন থেকে ভিক্টর পরিবহনের ওই বাসটি তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নাদিয়া ছিটকে সড়কে পড়ে যায়। পরে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান নাদিয়া। 

একই দিন রাতে নিহত নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে গতকাল সড়ক পরিবহন আইনে ভাটারা থানায় মামলা দায়ের করেন। পরে আজ সকাল সাড়ে ৮টার দিকে বাড্ডা থানার আনন্দনগর এলাকায় সার্জেন্ট টাওয়ারের পেছন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত