রাজধানী শ্যামপুর এলাকা থেকে জালনোট প্রস্তুতকারী চক্রের ১ সদস্যকে আটক করেছে র্যাব। তাঁর নাম হৃদয় মাতব্বর (২২)। আজ শুক্রবার ভোরে তাঁকে আটক করা হয়।
র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাব-৩ এর একটি আভিযানিক দল রাজধানীর শ্যামপুর থানাধীন পশ্চিম ধোলাই পাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জালনোট তৈরি ও ব্যবসায়ী চক্রের মূল হোতা হৃদয়কে আটক করা হয়।
অভিযানে আটক হৃদয়ের কাছ থেকে জালনোট তৈরিতে ব্যবহৃত ১টি সিপিইউ, ১ টি মনিটর, ১ টি প্রিন্টার, ১ টি কী-বোর্ড, ১ টি মাউস, ১ টি রাউটার, ২ টি মাল্টিপ্লাগ, ১ টি পেপার কাটার, ৯ টি ভুয়া এনআইডি কার্ড, ৩ টি ভুয়া ভারতীয় এনআইডি কার্ডের ফটোকপি এবং ৬০ হাজার ৭০০ টাকা মূল্যমানের জাল টাকা (৬০২টি ১০০ টাকার নোট এবং ১টি ৫০০ টাকার নোট) উদ্ধার করা হয়।
শামীম হোসেন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা গেছে—আটককৃত হৃদয় আগে থেকেই কম্পিউটারে পারদর্শী। সে ধোলাই পাড় এলাকার একটি কম্পিউটারের দোকানে কাজ করত। সে ইউটিউব থেকে জালটাকা বানানোর প্রক্রিয়া দেখে এবং নিজের অর্জিত কম্পিউটারে দক্ষতা কাজে লাগিয়ে জাল নোট তৈরিতে পারদর্শিতা অর্জন করে। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রাজধানী শ্যামপুর এলাকা থেকে জালনোট প্রস্তুতকারী চক্রের ১ সদস্যকে আটক করেছে র্যাব। তাঁর নাম হৃদয় মাতব্বর (২২)। আজ শুক্রবার ভোরে তাঁকে আটক করা হয়।
র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাব-৩ এর একটি আভিযানিক দল রাজধানীর শ্যামপুর থানাধীন পশ্চিম ধোলাই পাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জালনোট তৈরি ও ব্যবসায়ী চক্রের মূল হোতা হৃদয়কে আটক করা হয়।
অভিযানে আটক হৃদয়ের কাছ থেকে জালনোট তৈরিতে ব্যবহৃত ১টি সিপিইউ, ১ টি মনিটর, ১ টি প্রিন্টার, ১ টি কী-বোর্ড, ১ টি মাউস, ১ টি রাউটার, ২ টি মাল্টিপ্লাগ, ১ টি পেপার কাটার, ৯ টি ভুয়া এনআইডি কার্ড, ৩ টি ভুয়া ভারতীয় এনআইডি কার্ডের ফটোকপি এবং ৬০ হাজার ৭০০ টাকা মূল্যমানের জাল টাকা (৬০২টি ১০০ টাকার নোট এবং ১টি ৫০০ টাকার নোট) উদ্ধার করা হয়।
শামীম হোসেন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা গেছে—আটককৃত হৃদয় আগে থেকেই কম্পিউটারে পারদর্শী। সে ধোলাই পাড় এলাকার একটি কম্পিউটারের দোকানে কাজ করত। সে ইউটিউব থেকে জালটাকা বানানোর প্রক্রিয়া দেখে এবং নিজের অর্জিত কম্পিউটারে দক্ষতা কাজে লাগিয়ে জাল নোট তৈরিতে পারদর্শিতা অর্জন করে। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বঙ্গোপসাগরে পাঁচ দিন ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন মোরশেদ (২০) নামের এক জেলে। গুরুতর অসুস্থ অবস্থায় কুয়াকাটার জেলেরা তাঁকে উদ্ধার করেন। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে বঙ্গোপসাগরের পায়রা বন্দর থেকে ২০ কিলোমিটার দূরে এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান তাঁকে এফবি বায়েজিদ ট্রলারে হস্তান্তর করেন।
২৭ মিনিট আগেসিলেট সিটি করপোরেশনের এক কর্মচারীর ওপর হামলার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে ওই দিন দুপুরে সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। পরে বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে তিন নারী-পুরুষকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে তাঁদের চুনারুঘাট থানায় সোপর্দ করে বিজিবি।
৩৫ মিনিট আগেবর্তমানে চিতলমারীতে কর্মরত চিকিৎসক শর্মী রায়ের বিরুদ্ধে এর আগে একই জেলার মোরেলগঞ্জ উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনকালে করোনা মহামারির সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পর্যায়ে বরাদ্দ করা সরকারি অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
৩৭ মিনিট আগে