Ajker Patrika

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের মেডিকেল টিম যাচ্ছে শেবাচিমে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ২৩: ১৬
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের মেডিকেল টিম যাচ্ছে শেবাচিমে

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধদের চিকিৎসায় ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঁচ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তাঁদের বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হচ্ছে।

আজ শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানটির পরিচালক (ইনচার্জ) অধ্যাপক রায়হানা আউয়াল স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। 

শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধদের দেখতে যান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীনোটিশে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পাঁচ চিকিৎসককে শেবাচিম হাসপাতালে অগ্নিদগ্ধদের চিকিৎসায় সেখানে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আগুনে পুড়ে যাওয়াদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে শেবাচিমের সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা রয়েছে।

যে পাঁচ চিকিৎসককে শেবাচিমে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা হলেন– শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. নুরুল আলম, ডা. মাসরুর উর রহমান, রেজিস্ট্রার ডা. মোরশেদ কামাল, ফেস বি রেসিডেন্ট ডা. মৃদুল কান্তি সরকার, ও ডা. শাওন বিন রহমান। 

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া বরিশালের শেবাচিম হাসপাতাল ও ঝালকাঠি সদর হাসপাতালে শতাধিক যাত্রী দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত