ঢাবি সংবাদদাতা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী মুনতাসির আল জেমি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কনডেম সেল থেকে পলায়নের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বুয়েটের শিক্ষার্থীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় শিক্ষার্থীরা বুয়েটের শহিদ মিনার থেকে মিছিল শুরু করে। পরে মিছিলটি পলাশী মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে আসে। রাজু ভাস্কর্যে এসে এক সংবাদ সম্মেলন করেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
মিছিলে ‘ফাসির দড়ি ঝুলাই দে, সব খুনীদের গর্দানে’, ‘আবরার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’, আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’—ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলনে শহীদ আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, ‘আজ আমার ভাই আবরার ফাহাদের হত্যা মামলায় হাইকোর্টে শুনানি ছিল। সেখানে আমরা জানতে পারি, আমার ভাইয়ের খুনী মুনতাসির আল জেমি পালিয়ে গেছে। আমার ভাইয়ের খুনীর পলায়নের জন্য রাষ্ট্র দায়ী। বর্তমান সরকার এই দায় এড়াতে পারবে না। সরকারের উর্ধ্বতনরা এটা জানতে পেরেছিল কিন্তু তারা ইচ্ছাকৃতই সেটা লুকিয়ে রেখেছিল। হাইকোর্ট থেকে আজ জানানো হয়, সে ৫ আগস্টের পরেই পালিয়েছে গেছে।’
তিনি বলেন, ‘প্রশাসন এ ব্যাপারটি কেন লুকিয়েছে, এত দিনে কেন কোনো পদক্ষেপ নেয়নি, আমরা এর স্পষ্ট কোনো জবাব পাইনি। এটা রাষ্ট্রের জন্য লজ্জাজনক বিষয়। আমরা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জবাব চাই। পলাতক আসামিকে দ্রুত আটক করার পদক্ষেপ নেওয়ার আহবান জানাই। এছাড়া পলায়নের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানাই।’
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী মুনতাসির আল জেমি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কনডেম সেল থেকে পলায়নের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বুয়েটের শিক্ষার্থীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় শিক্ষার্থীরা বুয়েটের শহিদ মিনার থেকে মিছিল শুরু করে। পরে মিছিলটি পলাশী মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে আসে। রাজু ভাস্কর্যে এসে এক সংবাদ সম্মেলন করেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
মিছিলে ‘ফাসির দড়ি ঝুলাই দে, সব খুনীদের গর্দানে’, ‘আবরার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’, আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’—ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলনে শহীদ আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, ‘আজ আমার ভাই আবরার ফাহাদের হত্যা মামলায় হাইকোর্টে শুনানি ছিল। সেখানে আমরা জানতে পারি, আমার ভাইয়ের খুনী মুনতাসির আল জেমি পালিয়ে গেছে। আমার ভাইয়ের খুনীর পলায়নের জন্য রাষ্ট্র দায়ী। বর্তমান সরকার এই দায় এড়াতে পারবে না। সরকারের উর্ধ্বতনরা এটা জানতে পেরেছিল কিন্তু তারা ইচ্ছাকৃতই সেটা লুকিয়ে রেখেছিল। হাইকোর্ট থেকে আজ জানানো হয়, সে ৫ আগস্টের পরেই পালিয়েছে গেছে।’
তিনি বলেন, ‘প্রশাসন এ ব্যাপারটি কেন লুকিয়েছে, এত দিনে কেন কোনো পদক্ষেপ নেয়নি, আমরা এর স্পষ্ট কোনো জবাব পাইনি। এটা রাষ্ট্রের জন্য লজ্জাজনক বিষয়। আমরা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জবাব চাই। পলাতক আসামিকে দ্রুত আটক করার পদক্ষেপ নেওয়ার আহবান জানাই। এছাড়া পলায়নের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানাই।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৮ ঘণ্টা আগে