নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর কলাবাগানে ইমেজ আবাসিক হোটেলের একটি কক্ষে প্রেমিকাকে নিয়ে ওঠেন মো. সাব্বির (২৬) নামে এক যুবক। সকাল হওয়ার আগে সেই আবাসিক হোটেলেই পাওয়া যায় তাঁর ঝুলন্ত মরদেহ।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে আসল কারণ জানা যাবে।
আজ শুক্রবার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানান কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর মোহাম্মদ মাসুদুল কবির।
তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে সাব্বির দীর্ঘদিনের সম্পর্ক থাকা এক বান্ধবীর সঙ্গে হোটেলটিতে ওঠেন। তাঁদের মধ্যে কলহ ছিল। হোটেলটিতে যেই কক্ষে তাঁরা ছিলেন ছোট আরেকটি কক্ষ ছিল। রাতে দুজন দুই কক্ষে অবস্থান করেন। পরে সাব্বিরকে ঝুলন্ত অবস্থায় দেখে বান্ধবী বন্ধুদের ডেকে আনেন। সেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে সাব্বিরকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কলাবাগান থানার উপ–পরিদর্শক (এসআই) মিঠুন দাস জানান, গতকাল মধ্যরাতে বেসরকারি একটি হাসপাতাল থেকে ফাঁস নিয়ে ঝুলন্ত একটি মরদেহের তথ্য জানানো হয়। পরে সেখান গিয়ে সাব্বির নামের এক যুবককে উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আজ বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ সাব্বিরের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হাসপাতালে সাব্বিরের ফুপাতো ভাই মো. রায়হান জানান, তাঁদের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ গ্রামে। সাব্বিরের বাবার নাম জাহাঙ্গীর আলম। পরিবারের সঙ্গে কলাবাগান শুক্রাবাদ এলাকায় থাকতেন।
তিনি আরও জানান, রাতে পুলিশের মাধ্যমে খবর পান, স্কয়ার হাসপাতালের পাশে একটি আবাসিক হোটেলে সাব্বির তাঁর বান্ধবীসহ উঠেছিলেন। দুজনেই হোটেলে থাকা অবস্থায় গলায় ফাঁস নেন সাব্বির। তাঁকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্কয়ার হাসপাতালে গিয়ে সাব্বিরকে অচেতন অবস্থায় দেখতে পান রায়হান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজধানীর কলাবাগানে ইমেজ আবাসিক হোটেলের একটি কক্ষে প্রেমিকাকে নিয়ে ওঠেন মো. সাব্বির (২৬) নামে এক যুবক। সকাল হওয়ার আগে সেই আবাসিক হোটেলেই পাওয়া যায় তাঁর ঝুলন্ত মরদেহ।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে আসল কারণ জানা যাবে।
আজ শুক্রবার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানান কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর মোহাম্মদ মাসুদুল কবির।
তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে সাব্বির দীর্ঘদিনের সম্পর্ক থাকা এক বান্ধবীর সঙ্গে হোটেলটিতে ওঠেন। তাঁদের মধ্যে কলহ ছিল। হোটেলটিতে যেই কক্ষে তাঁরা ছিলেন ছোট আরেকটি কক্ষ ছিল। রাতে দুজন দুই কক্ষে অবস্থান করেন। পরে সাব্বিরকে ঝুলন্ত অবস্থায় দেখে বান্ধবী বন্ধুদের ডেকে আনেন। সেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে সাব্বিরকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কলাবাগান থানার উপ–পরিদর্শক (এসআই) মিঠুন দাস জানান, গতকাল মধ্যরাতে বেসরকারি একটি হাসপাতাল থেকে ফাঁস নিয়ে ঝুলন্ত একটি মরদেহের তথ্য জানানো হয়। পরে সেখান গিয়ে সাব্বির নামের এক যুবককে উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আজ বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ সাব্বিরের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হাসপাতালে সাব্বিরের ফুপাতো ভাই মো. রায়হান জানান, তাঁদের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ গ্রামে। সাব্বিরের বাবার নাম জাহাঙ্গীর আলম। পরিবারের সঙ্গে কলাবাগান শুক্রাবাদ এলাকায় থাকতেন।
তিনি আরও জানান, রাতে পুলিশের মাধ্যমে খবর পান, স্কয়ার হাসপাতালের পাশে একটি আবাসিক হোটেলে সাব্বির তাঁর বান্ধবীসহ উঠেছিলেন। দুজনেই হোটেলে থাকা অবস্থায় গলায় ফাঁস নেন সাব্বির। তাঁকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্কয়ার হাসপাতালে গিয়ে সাব্বিরকে অচেতন অবস্থায় দেখতে পান রায়হান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
৯ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
৯ ঘণ্টা আগেশ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
৯ ঘণ্টা আগেনীলফামারী ইপিজেডে ভবনের ছাদ থেকে পড়ে বেলাল হোসেন (২৩) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার নীলফামারী উত্তরা ইপিজেডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক বেলাল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভদ্রঘাটের নুরুজ্জামানের ছেলে।
১০ ঘণ্টা আগে