নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি বছর ডেঙ্গু শনাক্ত ও ভর্তি রোগীর সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ও ভর্তি হয়েছেন ৩২১ জন। আগের দিন শনাক্ত ছিল ৩১৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড কন্ট্রোল রুমের পাঠানো প্রতিবেদন অনুযায়ী এই তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩২১ জন। এদের মধ্যে ঢাকায় ২৪৬ জন ও বাইরে ৭৫ জন। আগেরদিন শনাক্ত হয়েছিল ৩১৯ জন। এদের মধ্যে ঢাকায় শনাক্ত ও ভর্তি হয়েছেন ২৪৪ জন এবং বাইরে ছিল ৭৫ জন। সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ১ হাজার ২৭১ জন। এদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৮০ জন। গত ১৩ দিনে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩ হাজার ৮৬৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল রোববার ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ১৪ হাজার ২২১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৮৯৬ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ জন, ঢাকা শিশু হাসপাতালে ১৪ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৫ জন, মুগদা জেনারেল হাসপাতালে ১২ জন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনজনসহ মোট ১০৪ জন। এরা সবাই সরকারি এবং সায়ত্ত্ব শাসিত হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। অবশিষ্ট রোগীরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে ছয়টি ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণ করে। কিন্তু তাদের মধ্যে চারটিই অকার্যকর। এদিকে সিটি করপোরেশন নিয়মিত মশক নিধন কার্যক্রম চালালেও মশার আক্রমণ কিংবা ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুতেই কমছে না।
চলতি বছর ডেঙ্গু শনাক্ত ও ভর্তি রোগীর সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ও ভর্তি হয়েছেন ৩২১ জন। আগের দিন শনাক্ত ছিল ৩১৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড কন্ট্রোল রুমের পাঠানো প্রতিবেদন অনুযায়ী এই তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩২১ জন। এদের মধ্যে ঢাকায় ২৪৬ জন ও বাইরে ৭৫ জন। আগেরদিন শনাক্ত হয়েছিল ৩১৯ জন। এদের মধ্যে ঢাকায় শনাক্ত ও ভর্তি হয়েছেন ২৪৪ জন এবং বাইরে ছিল ৭৫ জন। সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ১ হাজার ২৭১ জন। এদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৮০ জন। গত ১৩ দিনে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩ হাজার ৮৬৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল রোববার ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ১৪ হাজার ২২১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৮৯৬ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ জন, ঢাকা শিশু হাসপাতালে ১৪ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৫ জন, মুগদা জেনারেল হাসপাতালে ১২ জন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনজনসহ মোট ১০৪ জন। এরা সবাই সরকারি এবং সায়ত্ত্ব শাসিত হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। অবশিষ্ট রোগীরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে ছয়টি ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণ করে। কিন্তু তাদের মধ্যে চারটিই অকার্যকর। এদিকে সিটি করপোরেশন নিয়মিত মশক নিধন কার্যক্রম চালালেও মশার আক্রমণ কিংবা ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুতেই কমছে না।
টাকা না দিলে পরীক্ষায় ফেল দেখানো হয়। হয়রানি করা হয় বছরের পর বছর। দালাল আর টাকা ছাড়া কোনো কাজই হয় না বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পাবনা কার্যালয়ে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আকস্মিক অভিযানে উঠে এসেছে এমন তথ্য।
২ মিনিট আগেপাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) অপসারণসহ বিভিন্ন দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা ১০ দিন ধরে আন্দোলন করছেন। ২৮ এপ্রিল থেকে এ আন্দোলন চলছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) নামের এই কেন্দ্রে প্রায় ১ হাজার ৮০০ কর্মী কর্মরত।
৭ মিনিট আগেচেয়ারপারসনের উপদেষ্টা সাবেক আইজিপি আবদুল কাইয়ুমের বিরুদ্ধে আওয়ামী সমর্থকদের নিয়ে পথসভা করার অভিযোগ তুলেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির নেতারা। আজ বুধবার উপজেলা ও পৌর বিএনপির এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তাঁরা।
১১ মিনিট আগেকুষ্টিয়ায় নারী চিকিৎসক ও তাঁর স্বামীকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী চিকিৎসক শারমিন সুলতানার স্বামী মুহাম্মদ মাসুদ রানা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন। মামলায় তিনজন নারীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০ থেকে ২৫ জনকে।
১১ মিনিট আগে