Ajker Patrika

শ্রীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত

শ্রীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত

গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় গোলজার মোল্লা (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি একটি সিরামিক কারখানার শ্রমিক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলর চালক ও অপর এক আরোহী। আজ সোমবার সকালে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বিষয়টি নিশ্চিত করেন।   
 
নিহত গোলজার মোল্লা গাজীপুর সদর উপজেলার ভবানীপুর নয়াপাড়া এলাকার মোল্লাবাড়ির মুকুল মোল্লার ছেলে। তিনি শ্রীপুর উপজেলার এস মনিকা নামক একটি সিরামিক কারখানার শ্রমিক ছিলেন। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় কবলিত কাভার্ডভ্যানটি স্থানীয়রা আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গোলজার আজ সকালে বন্ধুর মোটরসাইকেলে চেপে নিজ কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন। পৌরসভার আনসার রোড এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় গোলজার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পেলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। কাভার্ডভ্যানটি থানায় আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত