Ajker Patrika

কলাবাগানে গরুবোঝাই পিকআপে ডাকাতি, গ্রেপ্তার আরও ২

অনলাইন ডেস্ক
কলাবাগানে গরুবোঝাই পিকআপে ডাকাতি, গ্রেপ্তার আরও ২

রাজধানীর কলাবাগানে গরুবোঝাই একটি পিকআপ ডাকাতির ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে পৃথক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গত ৯ জানুয়ারি ভোররাতে কলাবাগানের মিরপুর রোড থেকে ৯টি গরুসহ একটি পিকআপ ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নেয়। এ ঘটনায় গরু ব্যবসায়ী মো. মেহেদী হাসান বাদী হয়ে কলাবাগান থানায় অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি গরু উদ্ধার করা হয়েছে। আজ গ্রেপ্তার হওয়া দুজন হলেন মো. সোহেল মিয়া ও মো. ফারুক হোসেন।

ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ জানান, শনিবার বিকেলে সোহেল মিয়াকে শাহআলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর কাছ থেকে একটি গরু উদ্ধার করা হয়েছে। পরে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ১০ জানুয়ারি রিয়াজ গোলদার, মেহেদী হাসান ও ফয়সাল নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো আটটি গরু উদ্ধার হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত