নিজস্ব প্রতিবেদক
ঢাকা: এক সপ্তাহ আগেও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে শয্যা খালি না থাকায় রোগী ফেরত দিতে হয়েছে। তবে এখন রোগীর চাপ কমেছে। তিন ভাগের একভাগেরও বেশি শয্যা খালি রয়েছে। ফলে রোগী ভর্তি করাতে আর সমস্যা হচ্ছে না।
আজ বুধবার সরেজমিনে করোনা ইউনিটে গিয়ে দেখা যায়, রোগীর চাপ নেই। অনেক শয্যা খালি। তবে খোঁজ নিয়ে জানা যায়, খালি নেই নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) কোনো শয্যা। সেখানে শয্যা পেতে এখনো অপেক্ষমাণ থাকতে হচ্ছে দীর্ঘ সময়।
হাসপাতালের টিকিট কাউন্টার থেকে জানা যায়, আজ সারাদিনে ১০ জন করোনা রোগী ভর্তি হয়েছে। যেখানে এক সপ্তাহ আগেও ৩০ থেকে ৩৫ জন রোগী থাকতো।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, করোনা ইউনিটে অনেক শয্যা খালি আছে। মৃত্যুর সংখ্যাও অনেক কমেছে।
সরকারের পক্ষ থেকে লকডাউন দেওয়াতে আক্রান্তের সংখ্যা কমেছে উল্লেখ করে নাজমু্ল হক বলেন, ঘরের বাইরে, শপিংমলে ভিড় না করলে সংক্রমণ আরো কমে যাবে। সীমিত আকারে সবকিছু চলছে। খুব প্রয়োজন না হলে মার্কেটে যাবেন না।
হাসপাতালের করোনা ইউনিটের বর্তমান পরিস্থিতি জানতে চাইলে নাজমুল হক বলেন, আমাদের হাসপাতালে কোভিড রোগীদের জন্য মোট ৮০০ শয্যা রয়েছে। যেখানে বর্তমানে রোগী ভর্তি আছে ৫১২ জন। উন্নত চিকিৎসার জন্য রয়েছে ২০টি আইসিইউ ও ৪০টি হাইডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিউ)।
যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুতি রয়েছে উল্লেখ করে ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, আমাদের পর্যাপ্ত পরিমানে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা রয়েছে যা দিয়ে অনেক আইসিইউ রোগীকে সাপোর্ট দেওয়া হচ্ছে। ফ্রি শয্যা ও কোভিড–১৯–এর কারণে হাসপাতালে আইসিইউের চাহিদাও বেড়েছে। এ কারণে এখানে শয্যা খালি পেতে অপেক্ষা করতে হচ্ছে।
ঢাকা: এক সপ্তাহ আগেও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে শয্যা খালি না থাকায় রোগী ফেরত দিতে হয়েছে। তবে এখন রোগীর চাপ কমেছে। তিন ভাগের একভাগেরও বেশি শয্যা খালি রয়েছে। ফলে রোগী ভর্তি করাতে আর সমস্যা হচ্ছে না।
আজ বুধবার সরেজমিনে করোনা ইউনিটে গিয়ে দেখা যায়, রোগীর চাপ নেই। অনেক শয্যা খালি। তবে খোঁজ নিয়ে জানা যায়, খালি নেই নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) কোনো শয্যা। সেখানে শয্যা পেতে এখনো অপেক্ষমাণ থাকতে হচ্ছে দীর্ঘ সময়।
হাসপাতালের টিকিট কাউন্টার থেকে জানা যায়, আজ সারাদিনে ১০ জন করোনা রোগী ভর্তি হয়েছে। যেখানে এক সপ্তাহ আগেও ৩০ থেকে ৩৫ জন রোগী থাকতো।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, করোনা ইউনিটে অনেক শয্যা খালি আছে। মৃত্যুর সংখ্যাও অনেক কমেছে।
সরকারের পক্ষ থেকে লকডাউন দেওয়াতে আক্রান্তের সংখ্যা কমেছে উল্লেখ করে নাজমু্ল হক বলেন, ঘরের বাইরে, শপিংমলে ভিড় না করলে সংক্রমণ আরো কমে যাবে। সীমিত আকারে সবকিছু চলছে। খুব প্রয়োজন না হলে মার্কেটে যাবেন না।
হাসপাতালের করোনা ইউনিটের বর্তমান পরিস্থিতি জানতে চাইলে নাজমুল হক বলেন, আমাদের হাসপাতালে কোভিড রোগীদের জন্য মোট ৮০০ শয্যা রয়েছে। যেখানে বর্তমানে রোগী ভর্তি আছে ৫১২ জন। উন্নত চিকিৎসার জন্য রয়েছে ২০টি আইসিইউ ও ৪০টি হাইডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিউ)।
যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুতি রয়েছে উল্লেখ করে ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, আমাদের পর্যাপ্ত পরিমানে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা রয়েছে যা দিয়ে অনেক আইসিইউ রোগীকে সাপোর্ট দেওয়া হচ্ছে। ফ্রি শয্যা ও কোভিড–১৯–এর কারণে হাসপাতালে আইসিইউের চাহিদাও বেড়েছে। এ কারণে এখানে শয্যা খালি পেতে অপেক্ষা করতে হচ্ছে।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৫ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৫ ঘণ্টা আগে