Ajker Patrika

রোগীর চাপ কমলেও খালি নেই ঢামেকের আইসিইউ

নিজস্ব প্রতিবেদক
রোগীর চাপ কমলেও খালি নেই ঢামেকের আইসিইউ

ঢাকা: এক সপ্তাহ আগেও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে শয্যা খালি না থাকায় রোগী ফেরত দিতে হয়েছে। তবে এখন রোগীর চাপ কমেছে। তিন ভাগের একভাগেরও বেশি শয্যা খালি রয়েছে। ফলে রোগী ভর্তি করাতে আর সমস্যা হচ্ছে না।

আজ বুধবার সরেজমিনে করোনা ইউনিটে গিয়ে দেখা যায়, রোগীর চাপ নেই। অনেক শয্যা খালি। তবে খোঁজ নিয়ে জানা যায়, খালি নেই নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) কোনো শয্যা। সেখানে শয্যা পেতে এখনো অপেক্ষমাণ থাকতে হচ্ছে দীর্ঘ সময়।

হাসপাতালের টিকিট কাউন্টার থেকে জানা যায়, আজ সারাদিনে ১০ জন করোনা রোগী ভর্তি হয়েছে। যেখানে এক সপ্তাহ আগেও ৩০ থেকে ৩৫ জন রোগী থাকতো।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, করোনা ইউনিটে অনেক শয্যা খালি আছে। মৃত্যুর সংখ্যাও অনেক কমেছে।

সরকারের পক্ষ থেকে লকডাউন দেওয়াতে আক্রান্তের সংখ্যা কমেছে উল্লেখ করে নাজমু্ল হক বলেন, ঘরের বাইরে, শপিংমলে ভিড় না করলে সংক্রমণ আরো কমে যাবে। সীমিত আকারে সবকিছু চলছে। খুব প্রয়োজন না হলে মার্কেটে যাবেন না।

হাসপাতালের করোনা ইউনিটের বর্তমান পরিস্থিতি জানতে চাইলে নাজমুল হক বলেন, আমাদের হাসপাতালে কোভিড রোগীদের জন্য মোট ৮০০ শয্যা রয়েছে। যেখানে বর্তমানে রোগী ভর্তি আছে ৫১২ জন। উন্নত চিকিৎসার জন্য রয়েছে ২০টি আইসিইউ ও ৪০টি হাইডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিউ)।

যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুতি রয়েছে উল্লেখ করে ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, আমাদের পর্যাপ্ত পরিমানে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা রয়েছে যা দিয়ে অনেক আইসিইউ রোগীকে সাপোর্ট দেওয়া হচ্ছে। ফ্রি শয্যা ও কোভিড–১৯–এর কারণে হাসপাতালে আইসিইউের চাহিদাও বেড়েছে। এ কারণে এখানে শয্যা খালি পেতে অপেক্ষা করতে হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত