Ajker Patrika

আজমত উল্লাহ ও আতাউল্লাহর কাঁধেই গাজীপুর আ.লীগের নেতৃত্ব

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১০: ৫৮
আজমত উল্লাহ ও আতাউল্লাহর কাঁধেই গাজীপুর আ.লীগের নেতৃত্ব

গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রথম ত্রিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার। গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আবারও সভাপতি হয়েছেন বর্তমান সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান। সাধারণ সম্পাদক হয়েছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ দুপুর ২টার দিকে কেন্দ্রীয় নেতাদের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয়। শুরুতেই সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লা মণ্ডল। পরে স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল।

সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে দুজন এবং সাধারণ সম্পাদক পদে ১৬ জন প্রার্থীর নাম প্রস্তাব করা হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ওবায়দুল কাদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘তাঁরা আওয়ামী লীগের প্রবীণ ও ত্যাগী নেতা। দলের সংকটকালে তাঁরা দায়িত্ব পালন করেছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত