Ajker Patrika

রাজধানীতে মাদ্রাসা শিক্ষার্থী ও দুস্থদের মাঝে নটরডেমিয়ানদের ইফতার বিতরণ

রাজধানীতে মাদ্রাসা শিক্ষার্থী ও দুস্থদের মাঝে নটরডেমিয়ানদের ইফতার বিতরণ

রাজধানীর প্রায় ১৩ শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সোমবার রাজধানীর মিরপুর পল্লবীতে উদয়ন স্কুল মাঠে ইফতার বিতরণের দ্বিতীয় কার্যক্রম সম্পন্ন করেছে। এ সময় ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা মাদ্রাসা শিক্ষার্থী ও দুস্থদের হাতে ইফতার তুলে দেয়।

ইফতার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা করার জন্য সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের অবশ্যই এগিয়ে আসতে হবে এবং যার যত ক্ষুদ্র সামর্থ্য থাকুক না কেন, তা নিয়ে সকলেই যদি অসহায়দের সহায়তা প্রদান করে, তাহলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটবে।’

এ সময়, এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (ইএনডব্লিউএফ) সদস্যরা এই জনহীতকর কর্মসূচি রমজান মাসব্যাপী সকলের সহায়তায় অব্যাহত রাখার ঘোষণা দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব হালিম মজুমদার, ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক হালিম মোল্লা, উদয়ন স্কুলের প্রতিষ্ঠাতা মো. আলমগীর মিয়া, প্রধান শিক্ষক মো. আবু তাহের, এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ডা. মতিয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের শাহিন, সদস্য আকলাখ আহমেদ রিয়াদ ও অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সভাপতি জাফর আহমেদ পাটওয়ারি, সহ সভাপতি ডা. দলিলুর রহমান, নটরডেমিয়ান প্রশান্ত ডেভিড, স্বপন মাহমুদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত