নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই বছরের সাজাপ্রাপ্তদের সাজা বাতিল না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতির মামলায় বিচারিক আদালতের দেওয়া সাজা স্থগিত চেয়ে বিএনপির পাঁচ নেতার করা আবেদন খারিজের আদেশে এমন পর্যবেক্ষণ দেওয়া হয়।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের বেঞ্চ ২০১৮ সালের ২৭ নভেম্বর ওই আদেশ দেন।
ওই আদেশের ৪৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি আজ রোববার সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে প্রকাশ করা হয়। সেই সঙ্গে আপিলে বিচারাধীন থাকা অবস্থায় দণ্ড স্থগিতের সুযোগ নেই বলেও উল্লেখ করা হয়েছে আদেশে।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, নৈতিক স্খলনের কারণে দুই বছর বা তার বেশি সাজা হলে সাংবিধানিকভাবে নির্বাচনের অযোগ্য হন।
দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত কয়েকজন বিচারাধীন আপিলে সাজা স্থগিতের জন্য আবেদন করেছিলেন। কারণ স্থগিত না হলে তারা সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। সেটার ব্যাখ্যা দিয়েছেন হাইকোর্ট। আর সাজা কখনো স্থগিত হয় না।
সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যূন দুই বৎসরের কারাদণ্ডে দণ্ডিত হলে এবং তাঁর মুক্তিলাভের পর পাঁচ বৎসরকাল অতিবাহিত না হলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হবার অযোগ্য হবেন।
হাইকোর্ট আদেশে বলেন, আবেদনকারীদের জামিন দেওয়া হয়েছে। তবে এটি বলা যায় না যে, তারা খালাস পেয়েছেন বা তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী দণ্ডিতদের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা উপযুক্ত আদালতে বাতিল না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। আপিল আদালতে কারো জামিন হলে অথবা কোনোভাবে সাজা স্থগিত হলে দণ্ডিতদেরকে সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্যতার দায় থেকে অব্যাহতি দেয় না।
আবেদনকারীরা হচ্ছেন বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়া, মো.আব্দুল ওহাব, মো. মশিউর রহমান, এ জেড এম জাহিদ হোসেন ও আমান উল্লাহ আমান।
আদালত তাদের বিষয়ে বলেন, সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদের বিধান অনুযায়ী তারা সংসদ নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য। তাই তাদের দণ্ডাদেশ স্থগিত করার কোনো সুযোগ নেই।
দুই বছরের সাজাপ্রাপ্তদের সাজা বাতিল না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতির মামলায় বিচারিক আদালতের দেওয়া সাজা স্থগিত চেয়ে বিএনপির পাঁচ নেতার করা আবেদন খারিজের আদেশে এমন পর্যবেক্ষণ দেওয়া হয়।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের বেঞ্চ ২০১৮ সালের ২৭ নভেম্বর ওই আদেশ দেন।
ওই আদেশের ৪৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি আজ রোববার সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে প্রকাশ করা হয়। সেই সঙ্গে আপিলে বিচারাধীন থাকা অবস্থায় দণ্ড স্থগিতের সুযোগ নেই বলেও উল্লেখ করা হয়েছে আদেশে।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, নৈতিক স্খলনের কারণে দুই বছর বা তার বেশি সাজা হলে সাংবিধানিকভাবে নির্বাচনের অযোগ্য হন।
দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত কয়েকজন বিচারাধীন আপিলে সাজা স্থগিতের জন্য আবেদন করেছিলেন। কারণ স্থগিত না হলে তারা সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। সেটার ব্যাখ্যা দিয়েছেন হাইকোর্ট। আর সাজা কখনো স্থগিত হয় না।
সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যূন দুই বৎসরের কারাদণ্ডে দণ্ডিত হলে এবং তাঁর মুক্তিলাভের পর পাঁচ বৎসরকাল অতিবাহিত না হলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হবার অযোগ্য হবেন।
হাইকোর্ট আদেশে বলেন, আবেদনকারীদের জামিন দেওয়া হয়েছে। তবে এটি বলা যায় না যে, তারা খালাস পেয়েছেন বা তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী দণ্ডিতদের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা উপযুক্ত আদালতে বাতিল না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। আপিল আদালতে কারো জামিন হলে অথবা কোনোভাবে সাজা স্থগিত হলে দণ্ডিতদেরকে সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্যতার দায় থেকে অব্যাহতি দেয় না।
আবেদনকারীরা হচ্ছেন বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়া, মো.আব্দুল ওহাব, মো. মশিউর রহমান, এ জেড এম জাহিদ হোসেন ও আমান উল্লাহ আমান।
আদালত তাদের বিষয়ে বলেন, সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদের বিধান অনুযায়ী তারা সংসদ নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য। তাই তাদের দণ্ডাদেশ স্থগিত করার কোনো সুযোগ নেই।
নাটোরের বড়াইগ্রামে আট বিঘা পুকুরে বিষ প্রয়োগ করে ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে নুরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের নিশ্চিন্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে মাছচাষী মাহাফুজুর রহমান (২৫) বড়াইগ্রাম থানায় একই গ্রামের নুরুল ইসলামের বিরুদ
২ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় তিন মিষ্টির দোকানসহ আট প্রতিষ্ঠান ও এক লরি চালককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মেয়াদোত্তীর্ণ খাবার মজুত, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও সড়কে অবৈধ গাড়ি পার্কিংয়ের অভিযোগে এই জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগেঝিনাইদহ পৌর এলাকায় মাত্র ২০ টাকা পাওয়া পরিশোধ নিয়ে কলহের জেরে ছুরিকাঘাতে আহত মো: মঞ্জুর বিশ্বাস (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে রফিকুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী একজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে রাণীশংকৈল-হরিপুর সড়কের রাণীশংকৈল পৌরসভা অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে