Ajker Patrika

পানির নিচে কৃষকের স্বপ্ন 

প্রতিনিধি, মাদারীপুর
পানির নিচে কৃষকের স্বপ্ন 

বন্যায় মাদারীপুরের কালকিনি উপজেলায় ২২২ হেক্টর জমির রোপা আমন খেত ও সবজি খেত পানিতে ডুবে গেছে। দীর্ঘ সময় ধরে ডুবে থাকায় আমন ধানের গাছগুলো নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এতে চিন্তার ভাঁজ বাড়িয়েছে কৃষকদের কপালে। দ্রুত পানি সরে না গেলে ধান গাছগুলো টিকবে কি-না  তা নিয়ে শঙ্কায় চাষিরা। এতে করে এ অঞ্চলের কৃষকদের স্বপ্ন এখন পানির নিচে। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার ১৫টি ইউনিয়নের ফসলি মাঠে রোপা আমন গাছগুলো পানিতে তলিয়ে গেছে। উপজেলার বাঁশগাড়ি, পূর্ব এনায়েতনগর, সাহেবরামপুর, গোপালপুর, নবগ্রাম, ডাসার, কাজীবাকাইসহ ১৫টি ইউনিয়নের উঁচু জমিতে প্রায় সাড়ে ৭ হাজার হেক্টর জমিতে আমন ধান রোপণ ও বপন করা হয়েছিল। সৃষ্ট বন্যার ফলে অনেক জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। 

উপজেলার গোপালপুর ইউনিয়নের কৃষক ছলেমান মাতুব্বর বলেন, বন্যার পানিতে রোপা আমন ধান তলিয়ে গেছে। এখন দ্রুত পানি সরে না গেলে কৃষকের অনেক ক্ষতি হয়ে যাবে। 

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, উপজেলায় প্রায় সাড়ে ৭ হাজার হেক্টর জমিতে আমন ধান রোপণ ও বপন করা হয়েছিল। বর্তমানে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় দুই শত ২০ হেক্টর জমির ধান ও দুই হেক্টর জমির সবজি পানির নিচে চলে গেছে। এতে করে এ উপজেলার কৃষকদের স্বপ্ন এখন পানির নিচে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত