Ajker Patrika

৩ দিনব্যাপী সেলুলয়েডে বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৪: ৩২
৩ দিনব্যাপী সেলুলয়েডে বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব

সেলুলয়েডে বঙ্গবন্ধু শিরোনামে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন শুরু হচ্ছে আগামী ২৭ মার্চ থেকে। আজ শুক্রবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্যচিত্র ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্ট।

আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে আগামী ২৭ মার্চ থেকে এই চলচ্চিত্র উৎসব শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টের সভাপতি দিলদার হোসেন। তিনি বলেন, ‘জাতির জনকের জীবনসংগ্রাম সম্পর্কে সবাইকে জানাতে আমাদের এই উদ্যোগ। বিশেষ করে তরুণ প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ দেখেনি, তাদের কাছে বঙ্গবন্ধুর জীবনাদর্শ আমরা চলচ্চিত্র ও সংস্কৃতির মাধ্যমে তুলে ধরতে চাই।’ 

উৎসব উদ্‌যাপন কমিটির আহ্বায়ক শাহনূর বলেন, ‘আমরা চাই বঙ্গবন্ধুর কৃতিত্ব সবার সামনে তুলে ধরতে। বিশেষ করে স্কুলপড়ুয়া বাচ্চারা যেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের কথা জানতে পারে। প্রতিটি স্কুলে যদি এই চলচ্চিত্রটি দেখানো যেত, তাহলে ভালো হতো। তবে আমরা আশা করব সব বাচ্চা এই চলচ্চিত্র উপভোগ করবে।’ 

উৎসব উদ্বোধনীর দিনে প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘চিরঞ্জীব মুজিব’, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ এবং ‘তোমারই হোক জয়’। উৎসব চলবে প্রতিদিন ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত