Ajker Patrika

জীবিতকে মৃত দেখিয়ে পেনশন বন্ধ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ২০: ৫০
জীবিতকে মৃত দেখিয়ে পেনশন বন্ধ

জীবিতকে মৃত দেখিয়ে জয়নাল আবেদীন নামের এক সরকারি কর্মচারীর পেনশন উত্তোলন বন্ধ করে দিয়েছে শ্রীপুর উপজেলা হিসাবরক্ষণ অফিস। পেনশন উত্তোলন বন্ধ হওয়ায় মানবেতর জীবনযাপন করছে জয়নাল আবেদীনের পরিবার। বন্ধ হয়ে যাওয়া পেনশন চালুর জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন জয়নাল আবেদীন। তবু তিনি কোনো নিশ্চয়তা পাচ্ছেন না। 

এ বিষয়ে সমাধান পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ইউ এস এম পদে চাকরি করা অবসরপ্রাপ্ত কর্মচারী জয়নাল আবেদীন। 

ভুক্তভোগী জয়নাল আবেদীন জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি জীবন শেষ করে ১৯৯৯ সালের পয়লা ফেব্রুয়ারিতে শতভাগ পেনশন সমর্পণ করে সততা ও সুনামের সঙ্গে চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি। অবসর গ্রহণের পর নিয়মিত পেনশন উত্তোলন করছিলেন। গত ২০২০ সালের অক্টোবরে সর্বশেষ পেনশন উত্তোলন করেন। এরপর একই বছরের নভেম্বরে পেনশন উত্তোলন করতে গেলে তাঁকে মৃত দেখায় উপজেলা হিসাবরক্ষণ অফিস। এরপর বিভিন্ন দপ্তরে কাগজপত্র নিয়ে দৌড়াতে থাকেন তিনি। 

জয়নাল আবেদীন আরও জানান, ২০২১ সালের ৩ অক্টোবর এ সমস্যার সমাধান পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরও তেমন কোনো আশার আলো দেখছেন না তিনি। তাঁর পেনশন বন্ধ হওয়ায় পরিবারের সদস্যদের সব চাহিদা পূরণ করতে বেগ পেতে হচ্ছে। তিন মাস আগে আবার নতুন করে কাগজপত্র জমা নেওয়া হলেও সমাধানের তেমন কোনো আশ্বাস পাচ্ছেন না। 

শ্রীপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, ‘২০১৯ সালের মাঝামাঝি থেকে অ্যানালগ থেকে ডিজিটাল পদ্ধতিতে পেনশন উত্তোলনের জন্য ভুক্তভোগীদের চাহিদাসম্পন্ন কাগজপত্র জমা দিতে বলা হয়েছিল। পাশাপাশি মাইকিং ও পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। তারপরও যাঁরা কোনো ধরনের যোগাযোগ করেননি এবং কাগজপত্র জমা দেননি তাঁদের মৃত দেখিয়ে রিপোর্ট পাঠানো হয়েছে প্রধান কার্যালয়ে। তাই জয়নাল আবেদীনের পেনশন আটকে গেছে।’ 

২০১৯ সালে ডিজিটাল পদ্ধতিতে পেনশন উত্তোলনের কাজ শুরু হয়। আর জয়নাল আবেদীন ২০২০ সালের অক্টোবরেও পেনশন উত্তোলন করেছেন। তবে কী ধরনের কাগজপত্র তিনি দেননি আর কোনো ধরনের যোগাযোগ করেননি এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি হিসাবরক্ষক কর্মকর্তা মো. সেলিম হোসেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে খোঁজ খবর নিয়ে দ্রুত সময়ের মধ্যে আটকে থাকা পেনশন চালুর ব্যবস্থা নেওয়া হবে।’     

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত