সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার প্রবেশপথ আমিনবাজার, আশুলিয়া, বিরুলিয়া, বছিলা, পোস্তগোলা ও বাবুবাজারসহ মোট ৬টি স্পটে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সারা রাত চলবে তল্লাশি কার্যক্রম। প্রাথমিকভাবে সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত এ তল্লাশি কার্যক্রম চলমান রাখার কথা জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।
আজ শুক্রবার রাত ১০ টার দিকে এ তথ্য জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী।
সাভারের ৩টি স্পট (আমিনবাজার, বিরুলিয়া, আশুলিয়া) ও কেরানীগঞ্জের ৩ টি স্পটে (বছিলা, পোস্তগোলা, বাবুবাজার) চেকপোস্ট কার্যক্রম চলছে। তল্লাশি চৌকিতে দায়িত্বরত পুলিশ সদস্যরা ঢাকাগামী যানবাহনগুলো তল্লাশি ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী (অপরাধ) বলেন, ‘বড় দুই দলের সমাবেশ ঘিরে যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ সজাগ রয়েছে। ঢাকার ৬টি স্পটে আমাদের চেকপোস্ট কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছে। আজ সারা রাত চলবে। আগামীকাল সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত চলবে এ কার্যক্রম। তবে পরিস্থিতির ওপর এ সিদ্ধান্ত নির্ভর করে।
সাভারের চেকপোস্টগুলোয় অতিরিক্ত পুলিশ সদস্যের উপস্থিতি থাকলেও ঠিক কি পরিমাণ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে তা জানায়নি পুলিশ।
এ ছাড়া র্যাব ৪ এর নবীনগর ক্যাম্পের পক্ষ থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় ২ টি চেকপোস্ট কার্যক্রম চলছে। এ ছাড়া সাভারের বিভিন্ন স্থানে র্যাবের টহল দল দায়িত্ব পালন করছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৪ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খাঁন। তিনি বলেন, দুটি দলের সমাবেশকে ঘিরে নাশকতা এড়াতে ২ টি চেকপোস্ট ও টহল কার্যক্রম চলছে। গতকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রম আজ সারা রাত চলবে।
শুক্রবার সকাল থেকেই সারা দিন ঢাকার প্রবেশপথে চেকপোস্ট কার্যক্রম ছিল চোখে পড়ার মত। সন্দেহজনক গণপরিবহন, মোটরসাইকেলসহ ব্যক্তিগত বাহনও তল্লাশি করা হয়।
ঢাকার প্রবেশপথ আমিনবাজার, আশুলিয়া, বিরুলিয়া, বছিলা, পোস্তগোলা ও বাবুবাজারসহ মোট ৬টি স্পটে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সারা রাত চলবে তল্লাশি কার্যক্রম। প্রাথমিকভাবে সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত এ তল্লাশি কার্যক্রম চলমান রাখার কথা জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।
আজ শুক্রবার রাত ১০ টার দিকে এ তথ্য জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী।
সাভারের ৩টি স্পট (আমিনবাজার, বিরুলিয়া, আশুলিয়া) ও কেরানীগঞ্জের ৩ টি স্পটে (বছিলা, পোস্তগোলা, বাবুবাজার) চেকপোস্ট কার্যক্রম চলছে। তল্লাশি চৌকিতে দায়িত্বরত পুলিশ সদস্যরা ঢাকাগামী যানবাহনগুলো তল্লাশি ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী (অপরাধ) বলেন, ‘বড় দুই দলের সমাবেশ ঘিরে যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ সজাগ রয়েছে। ঢাকার ৬টি স্পটে আমাদের চেকপোস্ট কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছে। আজ সারা রাত চলবে। আগামীকাল সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত চলবে এ কার্যক্রম। তবে পরিস্থিতির ওপর এ সিদ্ধান্ত নির্ভর করে।
সাভারের চেকপোস্টগুলোয় অতিরিক্ত পুলিশ সদস্যের উপস্থিতি থাকলেও ঠিক কি পরিমাণ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে তা জানায়নি পুলিশ।
এ ছাড়া র্যাব ৪ এর নবীনগর ক্যাম্পের পক্ষ থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় ২ টি চেকপোস্ট কার্যক্রম চলছে। এ ছাড়া সাভারের বিভিন্ন স্থানে র্যাবের টহল দল দায়িত্ব পালন করছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৪ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খাঁন। তিনি বলেন, দুটি দলের সমাবেশকে ঘিরে নাশকতা এড়াতে ২ টি চেকপোস্ট ও টহল কার্যক্রম চলছে। গতকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রম আজ সারা রাত চলবে।
শুক্রবার সকাল থেকেই সারা দিন ঢাকার প্রবেশপথে চেকপোস্ট কার্যক্রম ছিল চোখে পড়ার মত। সন্দেহজনক গণপরিবহন, মোটরসাইকেলসহ ব্যক্তিগত বাহনও তল্লাশি করা হয়।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
১৮ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
২৬ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
৪২ মিনিট আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে