নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির প্রধান ফটকের সামনের দৃশ্য। ইফতারের সময়ের আগে আগে সারি দিয়ে রাখা হচ্ছে ইফতারসামগ্রী। সেখানে সুশৃঙ্খলভাবে সারি বেঁধে বসে যাচ্ছেন খেটে খাওয়া মানুষেরা। সময় হতেই মুখে তুলে নিলেন পানি ও খাবার।
জানা গেল, পথশিশু, রিকশাচালক, হকার, ভ্যানচালকসহ শ্রমজীবী এবং সহায়হীন মানুষ ইফতারে মিলিত হন এখানে। অনেকে অংশ নেন সেহরিতেও। উদ্যোগটি বেসরকারি সংগঠন ‘জুম বাংলাদেশ’-এর।
জুম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. শাহীন প্রধান জানিয়েছেন, এই আয়োজন সফল করতে তাঁদের একঝাঁক স্বেচ্ছাসেবী কাজ করছেন। রমজানের প্রতিদিন দুপুর থেকে সেহরির সময় পর্যন্ত ইফতার ও সেহরির খাবার তৈরিতে কাজ করেন তাঁরা। পুরোপুরি স্বেচ্ছাসেবার ভিত্তিতে চলে এ কাজ।
শাহীন প্রধান বলেন, স্বেচ্ছাসেবীদের এই নিবেদন ও আন্তরিকতা উপকারভোগী অসহায় মানুষের মন ছুঁয়ে যায়। তাদের কথায় ও নীরব অভিব্যক্তিতে ঝরে পড়ে কৃতজ্ঞতা।
শাহীন প্রধান বললেন, সেগুনবাগিচায় চিটাগাং হোটেলের পাশে ইফতার ও সেহরির খাবারগুলো তৈরি করার জন্য একটি অস্থায়ী রান্নাঘর তৈরি করা হয়েছে। যে কেউ চাইলে সেখানে গিয়ে সরাসরি তাঁদের কর্মকাণ্ড দেখে সাধ্যমতো সহায়তা করতে পারেন।
জুম বাংলাদেশ ৩ বছর ধরে এই আয়োজন করে আসছে। তারা প্রতিদিন ৫০০ মানুষের জন্য খাবার তৈরি করছে। ২৭ রমজান পর্যন্ত প্রতিদিন এই কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
ইফতারের সময় একজন বয়স্ক লোক এসে আয়োজকদের খুঁজছিলেন। শাহীন প্রধান এগিয়ে গেলে বয়স্ক মানুষটি তাঁর হাতে কিছু অর্থ তুলে দেন। নাম না জানিয়ে ওই দাতা বলেন, ‘আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম এখানে কিছু দান করব। গরিব মানুষের জন্য এ রকম আয়োজন আরও হওয়া উচিত।’
জুমের এই উদ্যোগে শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রম দিয়ে থাকেন। দনিয়া কলেজ থেকে স্নাতক শেষ করা শান্তা আক্তার তাঁদের একজন। তিনি বলেন, ‘২০২২ সাল থেকে আমি জুম বাংলাদেশের সঙ্গে যুক্ত। পড়ালেখার পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণ করতে আমার ভালো লাগে।’
আরেক স্বেচ্ছাসেবী তানজীম হোসাইন ঐশী পড়েন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে। ২০২১ সাল থেকে তিনি জুমের স্বেচ্ছাসেবার কাজে যুক্ত। ঐশী বললেন, ‘আমি এই সংগঠনের সঙ্গে যুক্ত হই মূলত শিক্ষক হিসেবে। পথশিশুদের পড়াই। পাশাপাশি এই সাময়িক আয়োজনগুলোয়ও অংশ নিই।’
জুম বাংলাদেশের জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন ২০১৬ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশু ও ছিন্নমূল শিশুদের শিক্ষাদানের কাজ করে আসছে।
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির প্রধান ফটকের সামনের দৃশ্য। ইফতারের সময়ের আগে আগে সারি দিয়ে রাখা হচ্ছে ইফতারসামগ্রী। সেখানে সুশৃঙ্খলভাবে সারি বেঁধে বসে যাচ্ছেন খেটে খাওয়া মানুষেরা। সময় হতেই মুখে তুলে নিলেন পানি ও খাবার।
জানা গেল, পথশিশু, রিকশাচালক, হকার, ভ্যানচালকসহ শ্রমজীবী এবং সহায়হীন মানুষ ইফতারে মিলিত হন এখানে। অনেকে অংশ নেন সেহরিতেও। উদ্যোগটি বেসরকারি সংগঠন ‘জুম বাংলাদেশ’-এর।
জুম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. শাহীন প্রধান জানিয়েছেন, এই আয়োজন সফল করতে তাঁদের একঝাঁক স্বেচ্ছাসেবী কাজ করছেন। রমজানের প্রতিদিন দুপুর থেকে সেহরির সময় পর্যন্ত ইফতার ও সেহরির খাবার তৈরিতে কাজ করেন তাঁরা। পুরোপুরি স্বেচ্ছাসেবার ভিত্তিতে চলে এ কাজ।
শাহীন প্রধান বলেন, স্বেচ্ছাসেবীদের এই নিবেদন ও আন্তরিকতা উপকারভোগী অসহায় মানুষের মন ছুঁয়ে যায়। তাদের কথায় ও নীরব অভিব্যক্তিতে ঝরে পড়ে কৃতজ্ঞতা।
শাহীন প্রধান বললেন, সেগুনবাগিচায় চিটাগাং হোটেলের পাশে ইফতার ও সেহরির খাবারগুলো তৈরি করার জন্য একটি অস্থায়ী রান্নাঘর তৈরি করা হয়েছে। যে কেউ চাইলে সেখানে গিয়ে সরাসরি তাঁদের কর্মকাণ্ড দেখে সাধ্যমতো সহায়তা করতে পারেন।
জুম বাংলাদেশ ৩ বছর ধরে এই আয়োজন করে আসছে। তারা প্রতিদিন ৫০০ মানুষের জন্য খাবার তৈরি করছে। ২৭ রমজান পর্যন্ত প্রতিদিন এই কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
ইফতারের সময় একজন বয়স্ক লোক এসে আয়োজকদের খুঁজছিলেন। শাহীন প্রধান এগিয়ে গেলে বয়স্ক মানুষটি তাঁর হাতে কিছু অর্থ তুলে দেন। নাম না জানিয়ে ওই দাতা বলেন, ‘আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম এখানে কিছু দান করব। গরিব মানুষের জন্য এ রকম আয়োজন আরও হওয়া উচিত।’
জুমের এই উদ্যোগে শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রম দিয়ে থাকেন। দনিয়া কলেজ থেকে স্নাতক শেষ করা শান্তা আক্তার তাঁদের একজন। তিনি বলেন, ‘২০২২ সাল থেকে আমি জুম বাংলাদেশের সঙ্গে যুক্ত। পড়ালেখার পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণ করতে আমার ভালো লাগে।’
আরেক স্বেচ্ছাসেবী তানজীম হোসাইন ঐশী পড়েন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে। ২০২১ সাল থেকে তিনি জুমের স্বেচ্ছাসেবার কাজে যুক্ত। ঐশী বললেন, ‘আমি এই সংগঠনের সঙ্গে যুক্ত হই মূলত শিক্ষক হিসেবে। পথশিশুদের পড়াই। পাশাপাশি এই সাময়িক আয়োজনগুলোয়ও অংশ নিই।’
জুম বাংলাদেশের জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন ২০১৬ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশু ও ছিন্নমূল শিশুদের শিক্ষাদানের কাজ করে আসছে।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে