Ajker Patrika

ঢাকার প্রবেশপথে সংঘর্ষ: বিএনপির ২০৯ নেতা-কর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ২১: ১৩
ঢাকার প্রবেশপথে সংঘর্ষ: বিএনপির ২০৯ নেতা-কর্মী কারাগারে

ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে এ পর্যন্ত ১৭টি মামলা হয়েছে ৷ আসামি করা হয়েছে ৭৫৬ জন নেতা-কর্মীকে ৷ এসব মামলায় এক হাজারেরও বেশি অজ্ঞাত আসামি আছে ৷ ১৭টি মামলার ১৬টির বাদী পুলিশ ৷ আশুলিয়া থানার একটি মামলার বাদী একজন পরিবহনমালিক ৷ মামলাগুলোর মধ্যে ঢাকার নয়টি থানায় হয়েছে ১৩টি, একটি সাভারে, দুটি আশুলিয়ায় এবং একটি সিদ্ধিরগঞ্জে ৷ 

এদিকে নাশকতার বিভিন্ন মামলায় রাজধানীর বিভিন্ন থানা থেকে গ্রেপ্তার বিএনপি ও এর অঙ্গসংগঠনের আরও ৬০ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ নিয়ে এসব মামলায় মোট ২০৯ বিএনপির নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মধ্যে ৩৪ জনকে রিমান্ডে পাঠানো পর বাকিদের কারাগারে পাঠানো হয়।

আদালত ও বিএনপির আইনজীবী এবং ছাত্রদলের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

আদালতের বিভিন্ন সূত্র থেকে জানা যায়, গতকাল রোববার বিভিন্ন অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের গ্রেপ্তার করে। রাজধানীর কাফরুল থানা থেকে আটজন, ডেমরা থানা থেকে ৩২ জন, যাত্রাবাড়ী থানা থেকে একজন, কদমতলী থানা থেকে সাতজন, দারুস সালাম থানা থেকে একজন, পল্লবী থানা থেকে ১১ জনকে আদালতে হাজির করা হয়।

সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত কর্মকর্তারা আসামিদের কারাগারে আটক রাখার আবেদন জানান। পৃথক পৃথক আদালতে পৃথক পৃথক শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গত শুক্রবার বিএনপির সমাবেশকে কেন্দ্র করে তার আগের দিন থেকে গত চার দিন এক হাজারেরও বেশি নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল ৩৪ জন নেতা-কর্মীকে রিমান্ডে নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত