নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বীর মুক্তিযোদ্ধা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক প্যানেলের সদস্য, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আমির হোসেন আর নেই। মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
দীর্ঘদিন তিনি ক্যান্সার ও অগ্ন্যাশয়ে প্রদাহজনিত রোগে ভুগছিলেন। সর্বশেষ তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। পরে চিকিৎসার জন্য তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়।
বিচারপতি আমির হোসেনের মৃত্যু সংবাদে সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শোকের ছায়া নেমে আসে। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের জন্য সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের ভার্চুয়াল বেঞ্চ থেকে এমন সিদ্ধান্ত ঘোষণা হয়। এরপর আদালত বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করেন।
এ সময় সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আজকের কার্যতালিকায় থাকা মামলাগুলো সরাসরি আগামীকালের কার্যতালিকায় দেওয়ার জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ করেন। প্রধান বিচারপতি আপিল ও হাইকোর্ট বিভাগের আজকের মামলাগুলো সরাসরি আগামীকালের কার্যতালিকায় দেওয়ার নির্দেশ দেন।
বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
বিচারপতি আমির হোসেন ১৯৫৭ সালের ৩০ নভেম্বর কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারি মুনসেফ হিসেবে (বর্তমানে সহকারী জজ) বিচারিক জীবন শুরু করেন। ২০০৯ সালের ৬ মে তিনি জেলা জজ হিসেবে পদোন্নতি লাভ করেন। এরপর ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর দুই বছর পর তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন। ২০১৭ সালের ১১ অক্টোবর থেকে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বীর মুক্তিযোদ্ধা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক প্যানেলের সদস্য, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আমির হোসেন আর নেই। মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
দীর্ঘদিন তিনি ক্যান্সার ও অগ্ন্যাশয়ে প্রদাহজনিত রোগে ভুগছিলেন। সর্বশেষ তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। পরে চিকিৎসার জন্য তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়।
বিচারপতি আমির হোসেনের মৃত্যু সংবাদে সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শোকের ছায়া নেমে আসে। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের জন্য সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের ভার্চুয়াল বেঞ্চ থেকে এমন সিদ্ধান্ত ঘোষণা হয়। এরপর আদালত বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করেন।
এ সময় সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আজকের কার্যতালিকায় থাকা মামলাগুলো সরাসরি আগামীকালের কার্যতালিকায় দেওয়ার জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ করেন। প্রধান বিচারপতি আপিল ও হাইকোর্ট বিভাগের আজকের মামলাগুলো সরাসরি আগামীকালের কার্যতালিকায় দেওয়ার নির্দেশ দেন।
বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
বিচারপতি আমির হোসেন ১৯৫৭ সালের ৩০ নভেম্বর কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারি মুনসেফ হিসেবে (বর্তমানে সহকারী জজ) বিচারিক জীবন শুরু করেন। ২০০৯ সালের ৬ মে তিনি জেলা জজ হিসেবে পদোন্নতি লাভ করেন। এরপর ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর দুই বছর পর তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন। ২০১৭ সালের ১১ অক্টোবর থেকে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির আঙিনা ও পরিত্যক্ত জমিও এখন ফসল ফলানোর ভূমি হয়ে ওঠেছ। আগে যেখানে ঘাস আগাছা জন্মাত বা কোন জায়গা অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা হতো, সেখানে এখন বস্তায় চাষ হচ্ছে আদা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ ও পরামর্শে এ বছর উপজেলায় প্রায় সাত হাজার বস্তায় আদা রোপণ করা হয়েছে।
৯ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে কুকুরের কামড়ে নারী, শিশু, বৃদ্ধসহ ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এদিকে কুকুরের কামড়ে মানুষ আহত হয়ে হাসপাতালে গেলেও সেখান থেকে কোন ভ্যাকসিন পাচ্ছেন না।
১৮ মিনিট আগেচিকিৎসা সামগ্রী রেজিস্ট্রেশনের স্বতন্ত্র নীতিমালা করার দাবি জানিয়েছে রিএজেন্ট ব্যবসায়ী সমিতি। রাজধানীর ইস্কাটনের একটি কনভেনশন সেন্টারে গতকাল বৃহস্পতিবার রাতে ডায়াগনস্টিক রিএজেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যাসোসিসেশন অব বাংলাদেশের (ড্রেটাব) বার্ষিক সাধারণ সভায় এ দাবি জানানো হয়।
৪১ মিনিট আগেচট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে