Ajker Patrika

ছাত্রলীগ নেতা সাহেদী দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছাত্রলীগ নেতা সাহেদী দুই দিনের রিমান্ডে

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সাহেদীকে অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মহানগর হাকিম মোহনা আলমগীর এ আদেশ দেন।

সাহেদীকে মাদক, অস্ত্র আইন ও র‍্যাবকে মারধরের পৃথক তিন মামলায় পাঁচ দিন করে ১৫ দিন রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত সাহেদীকে অস্ত্র মামলায় দুই দিন রিমান্ড মঞ্জুর করেন। মাদক মামলায় রিমান্ড নামঞ্জুর করেন। অস্ত্র ও মাদকের মামলায় জামিন নামঞ্জুর করেন। র‍্যাবকে মারধর করার মামলায় রিমান্ডের আবেদন নামঞ্জুর করে জামিন দেন আদালত।

এর আগে বৃহস্পতিবার রাতে মাদক ও অস্ত্র আইনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সাহেদীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে র‍্যাব। 

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে কিছু লোক চাঁদাবাজি করে আসছে এমন অভিযোগের ভিত্তিতে গত বুধবার দিবাগত রাত ৩টায় রাজধানীর সবুজবাগে অভিযান চালায় র‍্যাব। এ সময় ছাত্রলীগ নেতা সাহেদীকে আটক করা হয়। তাঁর কাছ থেকে জব্দ করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ৫৭৮ পিস ইয়াবা। এরপর সাহেদীকে নিয়ে অভিযানে নামে র‍্যাব।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত