Ajker Patrika

হত্যাচেষ্টার মামলায় কারাগারে যুবলীগ নেতা শামীম

আজকের পত্রিকা ডেস্ক­
যুবলীগের সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুল সোহাগ। ছবি: সংগৃহীত
যুবলীগের সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুল সোহাগ। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যাচেষ্টার মামলায় কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুল সোহাগকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ তাঁকে কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন।

বিকেলে সোহাগকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষে তাঁর আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল সোমবার রাজধানীর বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে তাকে আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর বনানী থানার মহাখালী রেলগেটের পাশ দিয়ে যাওয়ার সময় গুলিতে আহত হয় শিশু মিজান (১২)। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৭ জনের নামে বনানী থানায় হত্যাচেষ্টার মামলা করেন শিশুর বাবা লিটন মিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত