Ajker Patrika

রাজধানীর ওয়ারী এলাকার রেস্তোরাঁয় অভিযান, ব্যবস্থাপকসহ আটক ১৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৯: ৪৪
রাজধানীর ওয়ারী এলাকার রেস্তোরাঁয় অভিযান, ব্যবস্থাপকসহ আটক ১৬

রাজধানীর ওয়ারী এলাকার র‍্যানকিন স্ট্রিটের রেস্তোরাঁগুলোতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ব্যবস্থাপকসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকেল ৩টা ৪৫ মিনিটে ওয়ারী থানা সংলগ্ন রোজ ভ্যালি শপিংমলে এই অভিযান শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত মোট ১৪টি রেস্তোরাঁয় অভিযান চালানো হয়েছে।

ওই ভবনের দোতলার আই লাভ মেজবান, তিন তলার ফুড স্টোভ, অরেঞ্জ ক্যাফে, বার্গারোলজি ও বার্গার এক্সপ্রেসসহ ১০টি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বেশ কিছু অনিয়ম পেয়েছে পুলিশ। 

অভিযানের সময় পুলিশের ওয়ারী ডিভিশনের ডিসি ইকবাল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা রেনকিন স্ট্রিটের ভবনগুলোতে অভিযান পরিচালনা করছি। আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলে বসেছে। সেগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই।’ 

তিনি আরও বলেন, ‘রেস্টুরেন্টের যেখানে বসে খাচ্ছে তার পাশেই চুলা, গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে। ভবনের সিঁড়ি ছোট ও সিঁড়ির মুখে বিভিন্ন মালপত্র রেখে জায়গা ছোট করে ফেলা হয়েছে। ফায়ার এক্সিট নেই। তিনটি রেস্তোরাঁ থেকে ম্যানেজারসহ অন্তত ১৬ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে কিছু গ্যাস সিলিন্ডার।’ 

র‍্যানকিন স্ট্রিটের সব ভবনের রেস্তোরাঁগুলোয় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত