Ajker Patrika

গৃহকর্মীর মৃত্যুর মামলায় সাংবাদিক আশফাকের জামিন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গৃহকর্মীর মৃত্যুর মামলায় সাংবাদিক আশফাকের জামিন 

গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় করা মামলায় ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন সংক্রান্ত রুল নিষ্পত্তি করে আজ মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন। 

আশফাকের আইনজীবী খুরশীদ আলম খান আজকের পত্রিকাকে বলেন, রুল নিষ্পত্তি করে জামিন দিয়েছেন। এখন তাঁর মুক্তিতে কোনো বাধা নেই। 

এর আগে গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় করা মামলায় সৈয়দ আশফাকের স্ত্রী তানিয়া খন্দকারকে গত ২২ এপ্রিল জামিন দেন হাইকোর্ট। একই সঙ্গে আশফাকুল হককে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। 

গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনের নবম তলা থেকে পড়ে প্রীতি ওড়াং নামে এক গৃহপরিচারিকার মৃত্যু হয়। ১৫ বছর বয়সী ওই কিশোরী ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজ করত। 

মৃত্যুর ঘটনায় প্রীতির বাবা লোকেশ ওরাং বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে আসামি করা হয়েছে। 

এদিকে গত ২ এপ্রিল ডেইলি স্টার থেকে সৈয়দ আশফাকুল হককে অব্যাহতি দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত