Ajker Patrika

গাছের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু

আপডেট : ২৪ মে ২০২২, ১৬: ০৩
গাছের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু

গাজীপুর মহানগরীর রাজেন্দ্রপুরে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে চালকের মৃত্যু হয়। আজ মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর ন্যাশনাল পার্কের ৩ নম্বর গেটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় চালকের সহযোগী গুরুতর আহত হয়েছেন। 

জানা যায়, নিহত পিকআপচালক মো. আবুল হোসেন (২৪) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার গুপীনগর গ্রামের মো. ইদ্রিস মোড়লের ছেলে। গুরুতর আহত চালকের সহকারী মো. শাহীনের পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ সূত্রে জানা যায়, চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত চালকের সহযোগীকে প্রথমে গাজীপুরে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়।

ন্যাশনাল পার্কের নিরাপত্তাকর্মী মো. হাবিবুর রহমান জানান, দ্রুতগতির একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়, অপর চালকের সহযোগী গুরুতর আহত হন। 

গাজীপুর মেট্রোপলিটন জিএমপির সদর থানার উপপরিদর্শক এসআই মো. সানির হাসান জানান, ঘটনাস্থল থেকে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। গুরুতর আহত চালকের সহযোগীর অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত