Ajker Patrika

ধূপখোলা মাঠে স্থাপনা নির্মাণে স্থিতাবস্থা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মার্চ ২০২৩, ২১: ৪৭
ধূপখোলা মাঠে স্থাপনা নির্মাণে স্থিতাবস্থা

ঢাকার ঐতিহাসিক ধূপখোলা মাঠে মার্কেটসহ অন্য স্থাপনা নির্মাণসংক্রান্ত সব কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে নির্মিত স্থাপনা অপসারণ এবং তা খেলার মাঠ হিসেবে রক্ষা ও রক্ষণাবেক্ষণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। 

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও আইন ও শালিস কেন্দ্র (আসক), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), নিজেরা করি, ব্লাস্ট, নাগরিক উদ্যোগ ও গ্রিন ভয়েসের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ আদেশ দেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। 

বেলার পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত