Ajker Patrika

সাফারি পার্কে এবার সিংহীর মৃত্যু

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯: ৪৫
সাফারি পার্কে এবার সিংহীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি সিংহীর মৃত্যু হয়েছে। আজ সন্ধ্যা পৌঁনে ছয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক মো. রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম বলেন সিংহীটি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিল। এরপর আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে সিংহী মারা যায়।

রফিকুল ইসলাম জানান, গত ১১ আগস্ট প্রথমে সিংহীটির অসুস্থতা শনাক্ত হয়। পেটের দিকে পানি জমে থলির মতো অংশ ঝুলে থাকতে দেখা যায়। সিংহীটির শারীরিক অসুস্থতা শনাক্ত হওয়ার পর হতেই নিয়মিতভাবে পার্কে চিকিৎসা চলছিল বলে জানা গেছে। সম্প্রতি, সিংহীটির বাম পায়ে সমস্যা দেখা দেয়, মুখ দিয়ে রক্ত বের এবং শ্বাসকষ্টজনিত লক্ষণ দেখা যায়।

প্রধান বনসংরক্ষক আমির হোসাইন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণী মৃত্যুর বিষয়টি রীতিমতো আমাদেরকে ভাবিয়ে তুলছে। এ বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। 

উল্লেখ এর আগে, এই পার্কে এক মাসের ব্যবধানে একটি বাঘসহ ১১টি জেব্রা মারা যায়। এ ঘটনার পর পার্কের প্রকল্প পরিচালক, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ভেটেরিনারি চিকিৎসক এবং প্রকল্প পরিচালককে প্রত্যাহার করা হয়।  

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত