প্রতিনিধি, টঙ্গী
ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় দ্রুত সেবা নিশ্চিতে ছয়টি হাসপাতালকে বিশেষায়িত ঘোষণা করেছে সরকার। এর মধ্যে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালও রয়েছে। হাসপাতালটির পঞ্চম তলায় ডেঙ্গু রোগীদের জন্য একটি ইউনিট চালু করা হয়েছে।
গতকাল সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক বিজ্ঞপিতে বিশেষায়িত হাসপাতালের ঘোষণা আসে। হাসপাতালগুলো হলো রাজধানীর মিটফোর্ডের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, রেলওয়ে জেনারেল হাসপাতাল, আমিনবাজার ২০ শয্যা হাসপাতাল, লালকুঠি হাসপাতাল, কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতাল। ঢাকা মহানগরীর এই পাঁচটি হাসপাতাল বাইরে শুধু গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালকেও ডেঙ্গু ডেডিকেটেড করা হয়েছে।
এ হাসপাতালে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত এক মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন হাসপাতালটিতে। অনেকেই হাসপাতালে ভর্তি আছেন। তা ছাড়া রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকাগুলো থেকে অনেকে আসছেন এখানে চিকিৎসাসেবা নিতে।
জানা যায়, গত জুলাই মাসের চেয়ে আগস্ট মাসে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। গত এক মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ২০০ জন। তাঁদের মধ্যে অর্ধশতাধিক রোগী চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। গতকাল সোমবার বিকেল পর্যন্ত ২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। তাঁদের সবাইকে ভর্তি দেওয়া হয়েছে।
প্রতি বছরের মতো এবারও ডেঙ্গু মশার উপদ্রবে জনজীবন অতিষ্ঠ। তবে সংশ্লিষ্টদের তেমন কার্যকর উদ্যোগ চোখে পড়ে না। বছরের এই সময়টা দেখা যায় প্রতিটি এলাকায় নাম মাত্র মশার ওষুধ ছিটানো হয়ে থাকে। ময়লা-আবর্জনার স্তূপ, বছরের পর বছর নালা নোংরা থাকে। কখনো পরিষ্কার করতে দেখা যায় না। মশা মারার জন্য টঙ্গীতে কয়েক দিন আগে একবার স্প্রে করেছে। নালা-নর্দমায় না ছিটিয়ে শাখা সড়কে ছিটিয়ে চলে যায়। অসংখ্য ড্রেন, নর্দমা, খানাখন্দ আছে, বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ডেঙ্গুসহ বিভিন্ন জাতের মশার জন্ম হচ্ছে।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহাঙ্গীর আলম বলেন, ৬টি ডেঙ্গু বিশেষায়িত হাসপাতালের তালিকায় রয়েছে এ হাসপাতালের নাম। বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে ৫০টি বেড রয়েছে। জাহাঙ্গীর আলম আরও বলেন, ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে জ্বর, সর্দি ও কাশির প্রকোপ। সব বয়সী মানুষ এসব রোগে আক্রান্ত হচ্ছেন। তাদের অনেকে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি অনেকে গোপন রেখে দোকান থেকে ওষুধ নিয়ে সেবন করছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮ হাজার ৪১ জন। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ৬ হাজার ৭৮৭ জন।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বলছে, এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ৩৬ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য এসেছে তাদের কাছে।
ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় দ্রুত সেবা নিশ্চিতে ছয়টি হাসপাতালকে বিশেষায়িত ঘোষণা করেছে সরকার। এর মধ্যে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালও রয়েছে। হাসপাতালটির পঞ্চম তলায় ডেঙ্গু রোগীদের জন্য একটি ইউনিট চালু করা হয়েছে।
গতকাল সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক বিজ্ঞপিতে বিশেষায়িত হাসপাতালের ঘোষণা আসে। হাসপাতালগুলো হলো রাজধানীর মিটফোর্ডের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, রেলওয়ে জেনারেল হাসপাতাল, আমিনবাজার ২০ শয্যা হাসপাতাল, লালকুঠি হাসপাতাল, কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতাল। ঢাকা মহানগরীর এই পাঁচটি হাসপাতাল বাইরে শুধু গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালকেও ডেঙ্গু ডেডিকেটেড করা হয়েছে।
এ হাসপাতালে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত এক মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন হাসপাতালটিতে। অনেকেই হাসপাতালে ভর্তি আছেন। তা ছাড়া রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকাগুলো থেকে অনেকে আসছেন এখানে চিকিৎসাসেবা নিতে।
জানা যায়, গত জুলাই মাসের চেয়ে আগস্ট মাসে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। গত এক মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ২০০ জন। তাঁদের মধ্যে অর্ধশতাধিক রোগী চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। গতকাল সোমবার বিকেল পর্যন্ত ২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। তাঁদের সবাইকে ভর্তি দেওয়া হয়েছে।
প্রতি বছরের মতো এবারও ডেঙ্গু মশার উপদ্রবে জনজীবন অতিষ্ঠ। তবে সংশ্লিষ্টদের তেমন কার্যকর উদ্যোগ চোখে পড়ে না। বছরের এই সময়টা দেখা যায় প্রতিটি এলাকায় নাম মাত্র মশার ওষুধ ছিটানো হয়ে থাকে। ময়লা-আবর্জনার স্তূপ, বছরের পর বছর নালা নোংরা থাকে। কখনো পরিষ্কার করতে দেখা যায় না। মশা মারার জন্য টঙ্গীতে কয়েক দিন আগে একবার স্প্রে করেছে। নালা-নর্দমায় না ছিটিয়ে শাখা সড়কে ছিটিয়ে চলে যায়। অসংখ্য ড্রেন, নর্দমা, খানাখন্দ আছে, বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ডেঙ্গুসহ বিভিন্ন জাতের মশার জন্ম হচ্ছে।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহাঙ্গীর আলম বলেন, ৬টি ডেঙ্গু বিশেষায়িত হাসপাতালের তালিকায় রয়েছে এ হাসপাতালের নাম। বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে ৫০টি বেড রয়েছে। জাহাঙ্গীর আলম আরও বলেন, ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে জ্বর, সর্দি ও কাশির প্রকোপ। সব বয়সী মানুষ এসব রোগে আক্রান্ত হচ্ছেন। তাদের অনেকে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি অনেকে গোপন রেখে দোকান থেকে ওষুধ নিয়ে সেবন করছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮ হাজার ৪১ জন। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ৬ হাজার ৭৮৭ জন।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বলছে, এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ৩৬ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য এসেছে তাদের কাছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর নূর মসজিদ সংলগ্ন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের আনোয়ারার অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেমামলা, জিডি করে হয়রানির প্রতিকার এবং ৪ দফা দাবি আদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনকে মৃত ঘোষণা করে প্রতীকী কফিন মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে দাবি না মানা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে কফিন মিছিল ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে
১ ঘণ্টা আগে