নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এবং তাঁর সহযোগী এনামুল হক আরমানের বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। আজ রোববার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান মজুমদারের আদালতে তারা সাক্ষ্য দেন।
যারা সাক্ষ্য দিয়েছেন তাঁরা হলেন—পুলিশের এসআই মুসা মিয়া এবং ব্যবসায়ী শাহাদাত আলম। দুজনের সাক্ষ্য গ্রহণের শেষে আদালত আগামী ১৪ আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি মাহফুজ হাসান এ তথ্য নিশ্চিত করেন।
এই নিয়ে মোট তিনজনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো এই মামলায়। এর আগে, গত ৭ মে মামলার বাদী র্যাব-১ এর তৎকালীন উপপরিচালক (ডিএডি) আব্দুল খালেক সাক্ষ্য দেন। এর আগে গত ৩০ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।
২০১৯ সালে ক্যাসিনো বিরোধী অভিযান চলাকালে ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তাঁর সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাঁকে নিয়ে দুপুর দেড়টার দিকে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় সম্রাটের কার্যালয়ের ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়।
বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে সম্রাটকে ৬ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ওই দিনই রাত পৌনে ৯টার দিকে সম্রাটকে কারাগারে নেওয়া হয়। ৭ অক্টোবর বিকেলে র্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় অস্ত্র ও মাদক মামলা করেন।
২০২০ সালের ৬ নভেম্বর অস্ত্র আইনের মামলায় সম্রাটের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা র্যাবের এসআই শেখর চন্দ্র মল্লিক। ওই বছরের ৯ ডিসেম্বর মাদক মামলায় সম্রাট এবং আরমানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
আওয়ামী লীগ আমলেই দীর্ঘসময় সম্রাট কারাগারে ছিলেন। এর মধ্যে তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলাও করা হয়। দীর্ঘদিন কারা ভোগ করার পর আওয়ামী লীগ আমলের শেষ দিকে তাঁর জামিন হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আবার তিনি পলাতক হন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এবং তাঁর সহযোগী এনামুল হক আরমানের বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। আজ রোববার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান মজুমদারের আদালতে তারা সাক্ষ্য দেন।
যারা সাক্ষ্য দিয়েছেন তাঁরা হলেন—পুলিশের এসআই মুসা মিয়া এবং ব্যবসায়ী শাহাদাত আলম। দুজনের সাক্ষ্য গ্রহণের শেষে আদালত আগামী ১৪ আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি মাহফুজ হাসান এ তথ্য নিশ্চিত করেন।
এই নিয়ে মোট তিনজনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো এই মামলায়। এর আগে, গত ৭ মে মামলার বাদী র্যাব-১ এর তৎকালীন উপপরিচালক (ডিএডি) আব্দুল খালেক সাক্ষ্য দেন। এর আগে গত ৩০ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।
২০১৯ সালে ক্যাসিনো বিরোধী অভিযান চলাকালে ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তাঁর সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাঁকে নিয়ে দুপুর দেড়টার দিকে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় সম্রাটের কার্যালয়ের ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়।
বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে সম্রাটকে ৬ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ওই দিনই রাত পৌনে ৯টার দিকে সম্রাটকে কারাগারে নেওয়া হয়। ৭ অক্টোবর বিকেলে র্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় অস্ত্র ও মাদক মামলা করেন।
২০২০ সালের ৬ নভেম্বর অস্ত্র আইনের মামলায় সম্রাটের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা র্যাবের এসআই শেখর চন্দ্র মল্লিক। ওই বছরের ৯ ডিসেম্বর মাদক মামলায় সম্রাট এবং আরমানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
আওয়ামী লীগ আমলেই দীর্ঘসময় সম্রাট কারাগারে ছিলেন। এর মধ্যে তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলাও করা হয়। দীর্ঘদিন কারা ভোগ করার পর আওয়ামী লীগ আমলের শেষ দিকে তাঁর জামিন হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আবার তিনি পলাতক হন।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে