Ajker Patrika

খাসিয়াদের ২ হাজারের বেশি পানগাছ কেটেছে দুর্বৃত্তরা, ঢাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আজ বৃহস্পতিবার আয়োজিত বিক্ষোভ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আজ বৃহস্পতিবার আয়োজিত বিক্ষোভ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার লামা খাসিয়াপুঞ্জিতে গত সোমবার গভীর রাতে দুই হাজারের বেশি পান গাছ কেটে দেয় দুর্বৃত্তরা। এর প্রতিবাদে ক্ষতিপূরণসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আদিবাসী ছাত্র ও যুব সংগঠন।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করে তারা।

সমাবেশে আদিবাসী ফোরামের ক্রীড়া সম্পাদক উজ্জ্বল আজিম বলেন, ‘খাসিয়া জনগোষ্ঠীর ওপর এই আক্রমণ নতুন নয়। তাঁদের অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য ২ হাজারের বেশি পানগাছ কেটে ফেলা হয়েছে।

যে গাছগুলো কাটা হয়েছে, সেগুলোর এক একটির বয়স প্রায় ২০ বছর। খাসিয়াদের উপার্জনের একমাত্র পথ এই পান চাষ।’

সিলেটে বন ও পরিবেশরক্ষায় আদিবাসীদের ইতিবাচক অবদানের কথা উল্লেখ করে উজ্জ্বল বলেন, ‘যেখানে বন-পাহাড়, সেখানেই আদিবাসীদের বসবাস। বন ও পরিবেশরক্ষায় তারা সব সময়ই যত্নশীল ভূমিকা রেখেছে। ভূমি থেকে তাদের উচ্ছেদের অংশ এই পানগাছ কর্তন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত