Ajker Patrika

৫০ ফুট প্রশস্ত হচ্ছে বকশীবাজারের উমেশ দত্ত সড়ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৫০ ফুট প্রশস্ত হচ্ছে বকশীবাজারের উমেশ দত্ত সড়ক

পুরান ঢাকাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী বকশীবাজারের উমেশ দত্ত সড়কটি ৫০ ফুট প্রশস্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার দুপুরে নগরীর বকশীবাজারের উমেশ দত্ত সড়ক প্রশস্তকরণে ডিএসসিসি পরিচালিত উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

ডিএসসিসি মেয়র বলেন, ‘পুরান ঢাকার চকবাজার, বকশীবাজার এলাকার এই সড়ক অত্যন্ত সরু। সড়কটি প্রশস্ত করার জন্য এই এলাকার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। আমরা সড়কটি প্রশস্ত করার উদ্যোগ নিয়েছি। ৪০ ফুট মূল সড়ক এবং দুই পাশে ৫ ফুট করে ১০ ফুট হাঁটার পথ আমরা পুরান ঢাকার মানুষকে উপহার দেব।’ 

বকশীবাজার খেলার মাঠে পশুর হাট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘আমরা বলেছি কোনো খেলার মাঠে হাট দেওয়া হবে না। আমরা খেলার মাঠে হাট দিইনি। এবার হাটের সংখ্যাও আমরা কমিয়ে দিয়েছি। মাত্র ১০টি হাট দেওয়া হয়েছে। সেই হাটগুলোতে যদি কোনো ইজারাদার কোনো শর্ত ভঙ্গ করে, তাহলে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে। কোনো রকম বিশৃঙ্খলা হোক, আমরা সেটা কোনোভাবেই কামনা করব না।’ 

কোরবানির পশু জবাইয়ে সুনির্দিষ্ট স্থান নির্ধারণ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শেখ ফজলে নূর তাপস বলেন, ‘শুধু জাজেস কোয়ার্টার ও অফিসার্স কোয়ার্টারের জন্য তিনটি সুনির্দিষ্ট স্থানে আমরা কোরবানির পশু জবাইয়ের ব্যবস্থা করছি। এ ছাড়া ওয়ার্ডভিত্তিক কোনো নির্দিষ্ট স্থানে পশু জবাইয়ের ব্যবস্থা করা হচ্ছে না। এলাকাবাসী ওয়ার্ডে ওয়ার্ডে তাদের মতো করেই পশু জবাই দেবে। তবে জবাইয়ের পরপর দুপুর ১২টার মধ্যেই তারা সেই পশুর বর্জ্য আমাদের নির্দিষ্ট বর্জ্য সংগ্রহকারীর মাধ্যমে বর্জ্য স্থানান্তর কেন্দ্রে পৌঁছে দেবে।’ 

বকশীবাজারের উমেশ দত্ত সড়ক পরিদর্শনকালে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত