টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের দেলদুয়ারে মহিষের আক্রমণে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁরা। এর আগে গত রোববার বিকেলে হাজেরা বেগম নামে এক নারী মারা গেছেন।
নিহতরা হলেন উপজেলার লাউহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী খান ও একই এলাকার কিতাব আলী। অপর নিহত হাজেরা বেগম উপজেলার তারুটিয়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, দেলদুয়ারের এলাসিন ইউনিয়নের বারপাখিয়া গ্রামের শরিফ মিয়া কৃষিকাজের জন্য এক জোড়া মহিষ কেনেন। গত রোববার একটি মহিষ দড়ি ছিঁড়ে পালিয়ে যায়। এ সময় লাউহাটি ইউনিয়নের তারুটিয়া গ্রামের মানুষের ওপর হামলা চালায়। পরে মহিষটিকে ধরতে গিয়ে দুই ঘণ্টায় নারী-পুরুষসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।
পরবর্তীতে পরিস্থিতি বেগতিক দেখে প্রাণিসম্পদ বিভাগের পরামর্শে জনপ্রতিনিধিরা মাইকিং করে জনসাধারণকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে দেলদুয়ার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বাহাউদ্দিন সরোয়ার রিজভী বলেন, গত রোববার সকালে মহিষের আক্রমণের খবর পেয়ে দ্রুত ঢাকা থেকে সেখানে বিশেষজ্ঞ টিম পাঠানো হয়। তবে ঘটনাস্থলে পৌঁছার আগেই বেলা ৩টার দিকে মহিষটিকে পাগল ভেবে বাঁশঝাড়ে আটকে কুড়াল, শাবল, দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্থানীয়রা।
প্রাণিসম্পদ কর্মকর্তা আরও বলেন, মহিষটি আসলে পাগল ছিল না। মহিষের প্রাকৃতিক স্বভাব হলো অপছন্দের কিছু হলে উত্তেজিত হয়ে পড়া। তখন মহিষ সামনে যাকে পায় তাকেই আক্রমণ করে। এ ধরনের মহিষকে ২৪ ঘণ্টা চেতনানাশক দিয়ে রাখলেই ঠিক হয়ে যায়। সেই সুযোগ বিশেষজ্ঞ দল পায়নি।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আলী মৃধা বলেন, আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন। এর আগে গতকাল বিকেলে এক নারী মারা গেছেন। এ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
টাঙ্গাইলের দেলদুয়ারে মহিষের আক্রমণে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁরা। এর আগে গত রোববার বিকেলে হাজেরা বেগম নামে এক নারী মারা গেছেন।
নিহতরা হলেন উপজেলার লাউহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী খান ও একই এলাকার কিতাব আলী। অপর নিহত হাজেরা বেগম উপজেলার তারুটিয়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, দেলদুয়ারের এলাসিন ইউনিয়নের বারপাখিয়া গ্রামের শরিফ মিয়া কৃষিকাজের জন্য এক জোড়া মহিষ কেনেন। গত রোববার একটি মহিষ দড়ি ছিঁড়ে পালিয়ে যায়। এ সময় লাউহাটি ইউনিয়নের তারুটিয়া গ্রামের মানুষের ওপর হামলা চালায়। পরে মহিষটিকে ধরতে গিয়ে দুই ঘণ্টায় নারী-পুরুষসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।
পরবর্তীতে পরিস্থিতি বেগতিক দেখে প্রাণিসম্পদ বিভাগের পরামর্শে জনপ্রতিনিধিরা মাইকিং করে জনসাধারণকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে দেলদুয়ার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বাহাউদ্দিন সরোয়ার রিজভী বলেন, গত রোববার সকালে মহিষের আক্রমণের খবর পেয়ে দ্রুত ঢাকা থেকে সেখানে বিশেষজ্ঞ টিম পাঠানো হয়। তবে ঘটনাস্থলে পৌঁছার আগেই বেলা ৩টার দিকে মহিষটিকে পাগল ভেবে বাঁশঝাড়ে আটকে কুড়াল, শাবল, দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্থানীয়রা।
প্রাণিসম্পদ কর্মকর্তা আরও বলেন, মহিষটি আসলে পাগল ছিল না। মহিষের প্রাকৃতিক স্বভাব হলো অপছন্দের কিছু হলে উত্তেজিত হয়ে পড়া। তখন মহিষ সামনে যাকে পায় তাকেই আক্রমণ করে। এ ধরনের মহিষকে ২৪ ঘণ্টা চেতনানাশক দিয়ে রাখলেই ঠিক হয়ে যায়। সেই সুযোগ বিশেষজ্ঞ দল পায়নি।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আলী মৃধা বলেন, আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন। এর আগে গতকাল বিকেলে এক নারী মারা গেছেন। এ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
দীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
২ ঘণ্টা আগেকক্সবাজার সাগরপারের সুগন্ধা পয়েন্টে হোটেল-মোটেল জোনের ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতক খাসজমি দখল করে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতার সুযোগে হোটেল-মোটেল জোনের বাতিল করা প্লটের এই জমি দখল করেছে।
৩ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৬ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৬ ঘণ্টা আগে