Ajker Patrika

রূপগঞ্জে বেনজীরের আলিশান বাংলোতে প্রশাসনের অভিযানে যা পাওয়া গেল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ জুলাই ২০২৪, ২০: ৩৬
রূপগঞ্জে বেনজীরের আলিশান বাংলোতে প্রশাসনের অভিযানে যা পাওয়া গেল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের আলিশান বাংলো বাড়িতে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসন ও দুদকের কর্মকর্তারা। আজ বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অভিযান চলে। এ সময় বাড়ি থেকে জব্দ মালামালের তালিকা প্রস্তুত করা হয়। তবে এ সময় সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।

পরে এ বিষয়ে গণমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলেন তাঁরা। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, বাংলোবাড়িতে দেশীয় প্রযুক্তির এসি, ফ্রিজ, টিভি, রান্নাঘরের জিনিসপত্র, কিছু সাধারণ আসবাব, বইপত্র, একটি ঝাড়বাতি ও এক সেট সোফা পাওয়া গেছে।

অভিযান শেষে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুর আলম বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের বাড়ির সব ধরনের ফার্নিচার খুব সাধারণ মানের। দেশীয় প্রযুক্তির এসি, ফ্রিজ, টিভি পাওয়া গেছে। বাংলোবাড়ির ভেতর বিশেষ কিছু পাওয়া যায়নি।

সাধারণ পণ্যসামগ্রী থাকলেও জব্দতালিকা করতে পাঁচ ঘণ্টা সময় লাগার কারণ জানতে চাইলে শফিকুর আলম বলেন, প্রতিটি পণ্যের তালিকা নির্ভুলভাবে করার জন্যই এত সময় ব্যয় করা হয়েছে। কাজের স্বার্থেই গণমাধ্যমকর্মীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

দুদকের উপপরিচালক মঈনুল হাসান বলেন, ‘জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভবনে পাওয়া আসবাবপত্রের তালিকা তৈরি করা হয়েছে। প্রতিবেদন আমরা হেড অফিসে পাঠাব। পরবর্তী সময়ে কোনো নির্দেশনা এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে ৬ জুলাই শনিবার অভিযান চালিয়ে বাড়িটি সিলগালা করা হয়। সে সময় ভবনটির সামনে ও পেছনের দরজায় ডিজিটাল লক থাকায় ভবনটির ভেতরে ঢোকা সম্ভব হয়নি। আজ পুনরায় অভিযান চালিয়ে দুদক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা তালা ভেঙে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষে তল্লাশি চালান এবং জব্দ তালিকা প্রস্তুত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত