নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় এক নারীর ব্যাগ ছিনতাই এবং তাঁকে গাড়ির সঙ্গে টেনেহিঁচড়ে নিয়ে আহত করার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর রামপুরার বনশ্রীতে পিবিআইয়ের স্পেশাল ইনভেস্টিগেশন অ্যান্ড অর্গানাইজড ক্রাইম দক্ষিণ (এসআইঅ্যান্ডও-দক্ষিণ) বিশেষ পুলিশ সুপার মো. আবদুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ভিডিও ফুটেজ, তথ্যপ্রযুক্তি এবং আগের ঘটনার ধরন বিশ্লেষণ করে তাঁরা রবিউল (৩৩) নামে একজনকে শনাক্ত করেন। এরপর উত্তরা পশ্চিম থানা এলাকায় তাঁর অবস্থান নিশ্চিত হয়ে গত মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত সাদা রঙের প্রাইভেট কার এবং ওই ভুক্তভোগী নারীর মোবাইল ফোন উদ্ধার করে পিবিআই।
মো. আবদুর রহমান আরও বলেন, রবিউল আদালতে ছিনতাইয়ের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। স্বীকারোক্তিতে রবিউল আদালতকে জানিয়েছেন, তিনি ও তাঁর দুই সহযোগী প্রায় প্রতিদিনই ভোরে ঢাকায় প্রাইভেট কার নিয়ে ছিনতাই করতে বের হতেন। তাঁদের টার্গেট হতো কর্মস্থলে যাওয়ার জন্য ভোরে বের হওয়া সাধারণ মানুষ। ঘটনার দিনও তাঁরা এ ধরনের আরও চারটি ছিনতাই করেছেন।
রবিউলের ভাষ্যমতে, তাঁরা তিনজন মিলে ২৫-৩০টির বেশি ছিনতাই করেছেন। প্রতিবার ছিনতাই শেষে মোবাইল ফোন ও নগদ অর্থ ভাগ করে নেন এবং ব্যাগে থাকা বাকি জিনিসপত্র ফেলে দেন।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিলে ভোর ৫টা ৪৫ মিনিটে রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে গাজীপুরের চন্দ্রার জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক ফারহানা আক্তার জাহান ছিনতাইয়ের শিকার হন। তিনি বাসের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এমন সময় সাদা রঙের একটি প্রাইভেট কার এসে তাঁর সামনে দাঁড়ায়। গাড়ির সামনের দিকে বাঁ পাশের জানালা দিয়ে একজন ছিনতাইকারী ঝুঁকে তাঁর ভ্যানিটি ব্যাগটি ছোঁ মেরে টান দেয়। ব্যাগটির বেল্ট হাতে ধরে থাকায় ওই নারী ছিটকে পড়ে যান এবং গাড়ির সঙ্গে টেনে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে ব্যাগ থেকে তাঁর হাত ছুটে গেলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় ওই নারী প্রাণে বাঁচলেও তিনি আহত হন। পরে আদালত স্বপ্রণোদিত হয়ে পুলিশকে রমনা থানায় মামলা নিতে বলেন। মামলার পর তদন্ত শুরু করে পিবিআইসহ অন্যান্য সংস্থা।
পিবিআইয়ের এসআইঅ্যান্ডও দক্ষিণ শাখা জানিয়েছে, এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। তদন্ত শেষ করে দ্রুতই আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।
আরও পড়ুন:
রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় এক নারীর ব্যাগ ছিনতাই এবং তাঁকে গাড়ির সঙ্গে টেনেহিঁচড়ে নিয়ে আহত করার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর রামপুরার বনশ্রীতে পিবিআইয়ের স্পেশাল ইনভেস্টিগেশন অ্যান্ড অর্গানাইজড ক্রাইম দক্ষিণ (এসআইঅ্যান্ডও-দক্ষিণ) বিশেষ পুলিশ সুপার মো. আবদুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ভিডিও ফুটেজ, তথ্যপ্রযুক্তি এবং আগের ঘটনার ধরন বিশ্লেষণ করে তাঁরা রবিউল (৩৩) নামে একজনকে শনাক্ত করেন। এরপর উত্তরা পশ্চিম থানা এলাকায় তাঁর অবস্থান নিশ্চিত হয়ে গত মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত সাদা রঙের প্রাইভেট কার এবং ওই ভুক্তভোগী নারীর মোবাইল ফোন উদ্ধার করে পিবিআই।
মো. আবদুর রহমান আরও বলেন, রবিউল আদালতে ছিনতাইয়ের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। স্বীকারোক্তিতে রবিউল আদালতকে জানিয়েছেন, তিনি ও তাঁর দুই সহযোগী প্রায় প্রতিদিনই ভোরে ঢাকায় প্রাইভেট কার নিয়ে ছিনতাই করতে বের হতেন। তাঁদের টার্গেট হতো কর্মস্থলে যাওয়ার জন্য ভোরে বের হওয়া সাধারণ মানুষ। ঘটনার দিনও তাঁরা এ ধরনের আরও চারটি ছিনতাই করেছেন।
রবিউলের ভাষ্যমতে, তাঁরা তিনজন মিলে ২৫-৩০টির বেশি ছিনতাই করেছেন। প্রতিবার ছিনতাই শেষে মোবাইল ফোন ও নগদ অর্থ ভাগ করে নেন এবং ব্যাগে থাকা বাকি জিনিসপত্র ফেলে দেন।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিলে ভোর ৫টা ৪৫ মিনিটে রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে গাজীপুরের চন্দ্রার জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক ফারহানা আক্তার জাহান ছিনতাইয়ের শিকার হন। তিনি বাসের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এমন সময় সাদা রঙের একটি প্রাইভেট কার এসে তাঁর সামনে দাঁড়ায়। গাড়ির সামনের দিকে বাঁ পাশের জানালা দিয়ে একজন ছিনতাইকারী ঝুঁকে তাঁর ভ্যানিটি ব্যাগটি ছোঁ মেরে টান দেয়। ব্যাগটির বেল্ট হাতে ধরে থাকায় ওই নারী ছিটকে পড়ে যান এবং গাড়ির সঙ্গে টেনে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে ব্যাগ থেকে তাঁর হাত ছুটে গেলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় ওই নারী প্রাণে বাঁচলেও তিনি আহত হন। পরে আদালত স্বপ্রণোদিত হয়ে পুলিশকে রমনা থানায় মামলা নিতে বলেন। মামলার পর তদন্ত শুরু করে পিবিআইসহ অন্যান্য সংস্থা।
পিবিআইয়ের এসআইঅ্যান্ডও দক্ষিণ শাখা জানিয়েছে, এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। তদন্ত শেষ করে দ্রুতই আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।
আরও পড়ুন:
নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। রাতভর কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করেছে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাতদল। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্র
১ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
৩১ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৭ ঘণ্টা আগে