উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় বাসা থেকে অফিসে যাওয়ার পথে দুর্নীতি মামলার আসামি ও আবাসন ব্যবসায়ী আমিন মোহাম্মদ হিলালী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ আমিন মোহাম্মদ হিলালীর ছোট ভাই রফিকুল ইসলাম হিলালী আজ শনিবার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
রফিকুল ইসলাম বলেন, তাঁর ভাই উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসা থেকে গতকাল শুক্রবার রাত আটটার দিকে বের হয়ে ১৩ নম্বর সেক্টরের অফিসের উদ্দেশে রওনা হন। এ সময় ড্রাইভার জামাল উদ্দিনকে ফোনে অফিসে যাবেন জানিয়ে পনেরো মিনিট পর যোগাযোগ করতে বলেন। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। তিনি বাসায় কিংবা অফিসে কোথাও যাননি। তাঁর মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তখন থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় শুক্রবার একটি নিখোঁজ জিডি করা হয়েছে। যার জিডি নম্বর-৫৮।
নিখোঁজ হওয়া আমিন মোহাম্মদ হিলালী হলেন, আশালয় হাউজিংয়ের ম্যানেজিং ডিরেক্টর এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি ক্রয়সংক্রান্ত দুদকের করা অর্থ আত্মসাৎ মামলার ছয় নম্বর আসামি।
রফিকুল ইসলাম হিলালী বলেন, ‘আমাদের কোনো ব্যক্তিগত শত্রু নেই। কারও সঙ্গে কোনো দ্বন্দ্বও নেই। শুধু মাত্র নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জমি ক্রয়সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলা ছাড়া। দুদকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা বলেছে, আমিন মোহাম্মদ হিলালীকে দুদক আটক বা গ্রেপ্তার করে নি। কিন্তু আমার ধারণা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ না কেউ তাঁকে আটক বা গ্রেপ্তার করেছে। তাই কেউ আটক বা গ্রেপ্তার করে থাকলে লুকিয়ে না রেখে প্রকাশ্যে নিয়ে আসার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান ইলিয়াস আজকের পত্রিকাকে বলেন, ‘আমিন মোহাম্মদ হিলালী নিখোঁজের ঘটনায় একটি জিডি করা হয়েছে। তদন্ত করে তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’
উল্লেখ্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি ক্রয় বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে, তা আত্মসাৎ করার অভিযোগে গত ৫ মে চার ট্রাস্টিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে ২০ মে আদালত তাদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দেন। ওই মামলায় গত জুনে চার ট্রাস্টিকে জেলহাজতে পাঠায় আদালত। আমিন মোহাম্মদ হিলালীও ওই মামলার ছয় নম্বর আসামি ছিলেন।
রাজধানীর উত্তরায় বাসা থেকে অফিসে যাওয়ার পথে দুর্নীতি মামলার আসামি ও আবাসন ব্যবসায়ী আমিন মোহাম্মদ হিলালী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ আমিন মোহাম্মদ হিলালীর ছোট ভাই রফিকুল ইসলাম হিলালী আজ শনিবার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
রফিকুল ইসলাম বলেন, তাঁর ভাই উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসা থেকে গতকাল শুক্রবার রাত আটটার দিকে বের হয়ে ১৩ নম্বর সেক্টরের অফিসের উদ্দেশে রওনা হন। এ সময় ড্রাইভার জামাল উদ্দিনকে ফোনে অফিসে যাবেন জানিয়ে পনেরো মিনিট পর যোগাযোগ করতে বলেন। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। তিনি বাসায় কিংবা অফিসে কোথাও যাননি। তাঁর মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তখন থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় শুক্রবার একটি নিখোঁজ জিডি করা হয়েছে। যার জিডি নম্বর-৫৮।
নিখোঁজ হওয়া আমিন মোহাম্মদ হিলালী হলেন, আশালয় হাউজিংয়ের ম্যানেজিং ডিরেক্টর এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি ক্রয়সংক্রান্ত দুদকের করা অর্থ আত্মসাৎ মামলার ছয় নম্বর আসামি।
রফিকুল ইসলাম হিলালী বলেন, ‘আমাদের কোনো ব্যক্তিগত শত্রু নেই। কারও সঙ্গে কোনো দ্বন্দ্বও নেই। শুধু মাত্র নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জমি ক্রয়সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলা ছাড়া। দুদকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা বলেছে, আমিন মোহাম্মদ হিলালীকে দুদক আটক বা গ্রেপ্তার করে নি। কিন্তু আমার ধারণা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ না কেউ তাঁকে আটক বা গ্রেপ্তার করেছে। তাই কেউ আটক বা গ্রেপ্তার করে থাকলে লুকিয়ে না রেখে প্রকাশ্যে নিয়ে আসার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান ইলিয়াস আজকের পত্রিকাকে বলেন, ‘আমিন মোহাম্মদ হিলালী নিখোঁজের ঘটনায় একটি জিডি করা হয়েছে। তদন্ত করে তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’
উল্লেখ্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি ক্রয় বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে, তা আত্মসাৎ করার অভিযোগে গত ৫ মে চার ট্রাস্টিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে ২০ মে আদালত তাদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দেন। ওই মামলায় গত জুনে চার ট্রাস্টিকে জেলহাজতে পাঠায় আদালত। আমিন মোহাম্মদ হিলালীও ওই মামলার ছয় নম্বর আসামি ছিলেন।
বৃষ্টিতে ধসে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে ময়মনসিংহের ত্রিশাল-ধানীখোলা সড়কে। ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী হাজারো মানুষ। এ অবস্থায় ছোট কিছু গাড়ি ও মানুষজন রাস্তাটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে।
১ ঘণ্টা আগেহবিগঞ্জের নবীগঞ্জে একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ৯টি সিএনজি অটোরিকশা, একটি বাস ও ২টি মোটরসাইকেল সম্পূর্ণভাবে পুড়ে যায়।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জের রায়গঞ্জে দেউলমোড়া গ্রাম থেকে পরিত্যক্ত শৌচাগার (টয়লেট) থেকে ছোঁয়া মনি (৭) নামের এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেমাদারীপুরে একটি গ্রামীণ সড়ক দীর্ঘ দিন ধরে কোনো প্রকার সংস্কার না করায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। তারা বলছেন, একটু বৃষ্টি হলেই ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। কাদা পানিতে হাঁটতে সমস্যায় পড়তে হয়। তাই দ্রুত সড়কটি সংস্কার করা হোক।
২ ঘণ্টা আগে