Ajker Patrika

মামুনুল হকসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
মামুনুল হকসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

বায়তুল মোকাররমে ২৬ মার্চ সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ১৭ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও আরও দুই-তিন হাজার ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গতকাল সোমবার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপ-দফতর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান বাদী হয়ে পল্টন থানায় এ মামলা করেন।

মামলায় বলা হয়েছে, ২৬ মার্চ দুপুরে বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায় করতে যান বাদী। নামাজ শেষে মসজিদের বাইরে অনেককে জড়ো হতে দেখেন। এরপর সেখান থেকে সরকার  বিরোধী শ্লোগান দেওয়া হয়। তারা জামায়াত-শিবির-বিএনপি- হেফাজতের লোক।

মামলার অভিযোগে বলা হয়েছে, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের প্রত্যক্ষ নির্দেশে তারা মসল্লিদের ওপর হামলা চালায়। এ সময় তাদের হাতে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র  দা, ছোরা, কুড়াল, কিরিচ, হাতুড়ি, তলোয়ার, বাঁশ, লাঠি, শাবল, রিভলবার, পাইপগানসহ অন্যান্য অস্ত্র দেখা যায়। 

এ ঘটনায় পল্টন মডেল থানায় পুলিশের পক্ষ থেকে আগেই মামলা করা হয়েছে।

 

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত