Ajker Patrika

রাজধানীতে বিদ্যুতায়িত হয়ে রড মিস্ত্রীর মৃত্যু

রাজধানীতে বিদ্যুতায়িত হয়ে রড মিস্ত্রীর মৃত্যু

রাজধানীর আফতাব নগরে বিদ্যুতায়িত  হয়ে আজিজুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছে। তিনি রড মিস্ত্রীর কাজ করতেন। আজ  বুধবার  বেলা ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ৩টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 

মৃত আজিজুরের সহকর্মী মো. আরিফ জানান, তাঁরা আফতাব নগর ১১ নম্বর রোডে একটি নির্মাণাধীন ভবনে কাজ করেন। আজ বৃষ্টির কারণে ভবনের নিচের তলায় পানি জমে। সেখানে পানি সেচার জন্য বৈদ্যুতিক মোটরের সুইচ অন করতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় আজিজুর। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের ছোট ভাই মো. সাজু মিয়া জানান, তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বকশিপাড়া গ্রামে। বাবার নাম মজিবুর রহমান। স্ত্রী ১ ছেলে ১ মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে থাকে। আজিজুর বর্তমানে আফতাব নগরেই থাকত। চার মাস ধরে নির্মাণাধীন ওই ভবনে রড মিস্ত্রীর কাজ করছিল আজিজুর। 

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত