Ajker Patrika

ফতুল্লায় স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ৫ শ্রমিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ফতুল্লায় স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ৫ শ্রমিক

নারায়ণগঞ্জের ফতুল্লার রসুলপুর এলাকায় একটি স্টিল মিলে বিস্ফোরণের ঘটনায় পাঁচজন শ্রমিক দগ্ধ হয়ে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিএইচআরএম নামে কারখানাটিতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

দগ্ধরা হলেন, সোহেল রানা (৩৬), লিটন (৩৫), আরিফ (২৭), বিল্লাল হোসেন (৩৫) ও মোহাম্মদ আলী (২৬)। 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসাইন বলেন, ফতুল্লার একটি স্টিল মিল থেকে পাঁচ শ্রমিক দগ্ধ হয়ে এসেছেন। তাঁদের শরীরের ৫২ শতাংশ থেকে ১১ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে মোহাম্মদ আলীর অবস্থা আশঙ্কাজনক। 

দগ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া কারখানার কেমিস্ট মো. আশিক বলেন, বেলা সাড়ে ১১টার দিকে পাইপলাইন বিস্ফোরণে তাঁরা দগ্ধ হয়। দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাঁদের।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, কারখানা থেকে ঘটনা সম্পর্কে তাঁদের কিছু জানানো হয়নি। তবে তাঁরা বিস্ফোরণের খবর শুনেছেন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে ফতুল্লা ইউনিট কারখানায় পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত