Ajker Patrika

পদ্মার এক কাতলা বিক্রি হলো ২৯ হাজারে

রাজবাড়ী প্রতিনিধি
পদ্মার এক কাতলা বিক্রি হলো ২৯ হাজারে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়া একটি কাতলা বিক্রি হয়েছে ২৯ হাজার টাকায়। আজ রোববার ভোরে জেলে আনোয়ার হালদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটির ওজন ১৭ কেজি ৫০০ গ্রাম। 

স্থানীয়রা জানায়, ভোরে আনোয়ার হালদারসহ কয়েকজন নদীতে মাছ শিকারে যায়। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেললেও কোনো মাছ পায় না। পরে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলেন। জাল তুলতেই দেখতে পান বড় একটি কাতলা মাছ। সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে মাছটি আনলে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার টাকায় মাছটি কিনে নেন। 

মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, ‘মাছটি কেনার পরে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার ৮৭৫ টাকায় বিক্রি করেছি।’

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহারিয়া জামান বলেন, ‘বড় বড় মাছ নদীর গভীরে থাকে। পদ্মায় পানি কমে যাওয়ায় খাবারের সন্ধানে বড় বড় পাঙ্গাস, রুই, কাতলসহ বিভিন্ন প্রজাতির মাছ ওপরে এলে জেলেদের জালে আটকা পড়ে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত